অবশেষে ইংল্যান্ডের ভিসা পেয়েছেন টাইগার শোয়েব

BCSA
Vinkmag ad

বাংলাদেশের কোনো টুর্নামেন্টের আগে মিরপুর হোম অফ ক্রিকেট কিংবা চট্টগ্রাম; টাইগার শোয়েবকে নিয়মিত দেখা যায় লাল-সবুজের পতাকা হাতে। টাইগার শোয়েব আলী বাঘ সেজে উপস্থিত থাকেন মাঠে। বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই ইংল্যান্ড যাওয়া নিয়ে তোড়জোড় ছিল এই জনপ্রিয় ক্রিকেট ভক্তের। ভিসা জটিলতায় সেটা হচ্ছিল না। ইংল্যান্ডের ভিসা হাতে পেয়েছেন টাইগার শোয়েব। নানান জটিলতা ও দীর্ঘ অপেক্ষার পর অবশেষে হুংকার দিতে ইংল্যান্ড যাচ্ছেন টাইগার শোয়েব।

shoyeb
ছবিঃ রাফসানজানি রানা।

টাইগারদের পদচারণা যেখানে, দেশ কিংবা বিদেশ সেখানেই লাল-সবুজের পতাকা উড়িয়ে গর্জন দিতে উপস্থিত হয়ে যায়। বাঘ সেজে গ্যালারিতে দাঁড়িয়ে বাংলাদেশের পতাকা ওড়ানো শোয়েব ভিসা জটিলতায় ইংল্যান্ডে যেতে পারেননি।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মাঠে বসে বাংলাদেশ দলকে সমর্থন দিতে পারেনি টাইগার শোয়েব। ইংল্যান্ডের ভিসা পাওয়া অন্যান্য অনেক দেশের চেয়ে কিছুটা জটিল। সেই জটিলতায় এখনো তিনি দেশে। তবে এবার মাশরাফি-সাকিবদের সমর্থন দিত টাইগার শোয়েবের ভিসা হয়েছে।

Related image

বাংলাদেশ এরইমধ্যে বিশ্বকাপে নিজেদের সাতটি ম্যাচ খেলে ফেলেছে। বাকী আছে দুটি ম্যাচ। আগামী ২ জুলাই ভারতের বিপক্ষে খেলার পর ৫ জুলাই শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সাত ম্যাচে সমান তিনটি করে জয়-পরাজয়ে বাংলাদেশের পয়েন্ট ৭। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় এক পয়েন্ট পায় বাংলাদেশ। ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচনম্বরে থাকা টিম টাইগার্সের সেমিফাইনালের আশা এখনো টিকে আছে।

৯৭ প্রতিবেদক

Read Previous

বাংলাদেশের সেমিতে ওঠার পথ কঠিন করে জিতলো ইংল্যান্ড

Read Next

অবসর ভাবনায় মালিঙ্গা, দ্রুতই আসতে পারে সিদ্ধান্ত

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share