

১০ ওভারে ৫১ রানে ৪ উইকেট নেন বোল্ট। প্রথম বোলার হিসেবে বিশ্বকাপে তিনবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন স্টার্ক। মিচেল স্টার্ককের গতিতেই যেন উড়ে গেল নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৪৪ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ১৫৭ রানে অলআউট কিউইরা। ৮৬ রানের সহজ জয় পায় বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অসিরা।
টানা পঞ্চম জয়ে শীর্ষস্থানটা আরো মজবুত করল বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শনিবার প্রথমে ব্যাট করে উসমান খাজা ও অ্যালেক্স ক্যারির দায়িত্বশীল ব্যাটিংয়ে ৯ উইকেটে ২৪৩ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। উসমান খাজা দলের পক্ষে সর্বোচ্চ ৮৮ রান সংগ্রহ করেন। এছাড়া ৭১ রান করেন অ্যালেক্স ক্যারি।
টার্গেট তাড়া করতে নেমে স্টার্কের গতির মুখে পড়ে ৪৩.৪ ওভারে ১৫৭ রানে অলআউট নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। এছাড়া ৩০ রান করেন রস টেইলর। ২০ রান করেন মার্টিন গাপটিল। অস্ট্রেলিয়ার হয়ে ৯.৪ ওভারে ২৬ রানে ৫ উইকেট শিকার করেন মিচেল স্টার্ক।
লর্ডসে টসে জিতে ব্যাটিং নেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। কিন্তু এতে যেন বিপদই ডেকে আনলেন তিনি। ১২ ওভারের মধ্যেই প্যাভিলিয়নে ফেরত যান ফিঞ্চ নিজে, ওয়ার্নার এবং স্মিথ। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে মূল ভিত্তিটাই নেই!
৫০ ওভারে ৯ উইকেটে ২৪৩ রান করেছে অস্ট্রেলিয়া। কীর্তি গড়েছেন বোল্ট। ৫০ তম ওভারে পরপর তিন বলে খাজা, স্টার্ক ও বেরেনডর্ফকে আউট করলেন তিনি। চলতি বিশ্বকাপের এটি দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথমটি করেছিলেন ভারতের মোহাম্মদ শামি, আফগানিস্তানের বিরুদ্ধে। ম্যাচে বোল্ট নিয়েছেন মোট চারটি উইকেট।
পঞ্চম ওভারেই আউট হন ফিঞ্চ। তখন অস্ট্রেলিয়ার রান ১৫। ১০ম ওভারে বিদায় নেন ওয়ার্নার এবং ১২ তম ওভারে আউট হন স্মিথ। ওয়ার্নার করেন ১৬ রান। ফিঞ্চ ৮ ও স্মিথ ৫ রানে বিদায় নেন।
ওয়ার্নার ও স্মিথকে ফেরান ফার্গুসন। অন্যদিকে বোল্টের বলে আউট হন ফিঞ্চ।
শেষ পর্যন্ত খাজা হাল ধরেন দলের। ৮৮ রানের ধৈর্যশীল একটি ইনিংস খেলেন তিনি। এছাড়া কেরি এসে ৭১ রান করেন। যার ওপর ভিত্তি করে ২৪৩ করে অস্ট্রেলিয়া।