দেশ থেকে টাইগারদের জন্য ‘৫০০০’ হাতে লেখা চিঠি

65397829 471517470346632 8143590174576607232 n
Vinkmag ad

ইংল্যান্ড থেকে বাংলাদেশের সময়ের পার্থক্য পাক্কা ৫ ঘন্টা। ইংল্যান্ডে ম্যাচ শুরু হয় স্থানীয় সময় সকাল ১০ঃ৩০ এ। বাংলাদেশে তখন বিকাল ৩ঃ৩০। সময়ের হেরফেরে বোঝা যায় দুই দেশের দুরত্বটাও। তবে ভালোবাসা যখন বাঁধনহারা হয়, তখন এসব দুরত্ব বাঁধা হয়ে দাঁড়াতে পারে না।

এমনিতে বাংলাদেশ দল ইংল্যান্ডের মাটিতে যখন খেলছে তখন গ্যালারি সয়লাব লাল সবুজের পতাকাতে। ইংল্যান্ড প্রবাসীরা তো বটেই, দেশ থেকেও অনেকেই গেছেন টাইগারদের সমর্থন যোগাতে। যারা ইংল্যান্ডে যেতে পারেননি তাঁদের পক্ষে টাইগারদের কাছে ভালোবাসা পৌছানোর গুরুদায়িত্ব নিয়েছিলেন ক্রিকেট ভক্ত রাবেত খান।

সাত সমূদ্র তেরো নদী পার করে বিশ্বকাপ খেলতে যাওয়া টাইগারদের শুভকামনা জানানোর এক অভিনব উদ্যোগ নেন রাবেত খান। সমর্থকদের হাতে লেখা চিঠি (টাইগারদের শুভকামনা জানিয়ে) ইংল্যান্ডে পৌঁছানোর উদ্যোগ নেন তিনি। বিভিন্ন স্কুল, অফিস, বন্ধু বান্ধবের কাছ থেকে প্রায় ৫০০০ হাতে লেখা শুভকামনা জানানো চিঠি যোগাড় করে ডিএইচএলে করে ইংল্যান্ডে পাঠান তিনি। বক্সের ওজন হয় প্রায় ২০ কেজি।

65386331 10217058492587673 412357001180348416 n

65634672 10217058492387668 393286345658728448 n 64556483 10217058493507696 1200399546270613504 n 65288796 10217058493067685 4884981414606405632 n

ছবিঃ শহিদুল আলম রতনের ফেসবুক থেকে

চিঠিগুলো ইংল্যান্ডে পৌঁছানোর পর বাংলাদেশ দলের নিকট পৌঁছে দেবার কাজটি করেন বিশিষ্ট ক্রিকেট সংগঠক ও কোচ শহিদুল আলম রতন। লন্ডন থেকে ৪১০ কিলোমিটার রাউন্ড ট্রিপে যেয়ে দলের নিকট চিঠিগুলো পৌঁছে দেন তিনি। ক্রিকেট৯৭ এর সাথে ফোনালাপে অবশ্য শহিদুল আলম রতন নিজেকে ক্রিকেট ভক্ত হিসাবে পরিচয় দিয়েছেন। জানিয়েছেন একজন ক্রিকেট সমর্থক হিসাবেই রাবেত খানের এই অভিনব উদ্যোগকে সফল করার কাজটি করেছেন তিনি।

দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, বিসিবি পরিচালক আকরাম খান কিছু চিঠি পড়ে দেখেন।

৫০০০ চিঠির মধ্যে উল্লেখযোগ্য কিছু চিঠি ড্রেসিংরুমে লাগিয়ে রাখা হবে। দলের মিটিংয়ে পড়ে শোনানো হবে বেশ কিছু চিঠি। টাইগাররা এই ভালোবাসা পেয়ে আরো ভালো পারফরম্যান্স করার প্রেরণা পাবেন এটাই সকল ভক্ত-সমর্থকের চাওয়া।

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

আশা জাগিয়েও পাকিস্তানকে ডুবাতে পারলো না আফগানরা

Read Next

লর্ডসে অসহায় আত্মসমর্পণ নিউজিল্যান্ডের

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share