আশা জাগিয়েও পাকিস্তানকে ডুবাতে পারলো না আফগানরা

AFG PAK
Vinkmag ad

শেষ ওভারের নাটকীয়তায়; টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথে আরেক ধাপ এগোলো পাকিস্তান।  প্রথমে ব্যাট করে আফগানিস্তানের দেয়া ২২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্য পাড়ি দেয় পাকিস্তান। দলের হয়ে অপরাজিত (৪৯) রান করেন ম্যাচ জয়ের নায়ক ইমাদ ওয়াসিম।

D PinTDXUAA9VqV

আফগানদের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে শূন্য রানে ওপেনার ফখর জামানের উইকেট হারিয়ে প্রাথমিক বিপর্যয়ে পড়ে যায় পাকিস্তান। এরপর বাবর আজমকে সঙ্গে নিয়ে ৭২ রানের জুটি গড়েন দলকে খেলায় ফেরান ইমাম-উল-হক।

অনবদ্য ব্যাটিং করে যাওয়া ইমাম-উল এবং বাবর আজমের জুটি ভাঙেন নবী। তার প্রথম শিকারে পরিণত হওয়ার আগে ৫১ বলে ৩৬ রান করেন ইমাম-উল হক। দুর্দান্ত ফর্মে থাকা বাবর আজমকেও বিভ্রান্ত করেন নবী। আগের দুই ম্যাচে ৬৯ ও ১০১ রান করা বাবর মোহাম্মদ নবীর দ্বিতীয় শিকার হয়ে ৫১ বলে ৪৪ রান করে ফেরেন।

তার আগে আফগানিদের বিপক্ষে শুরুতেই বিপদে পাকিস্তান। ইনিংসের দ্বিতীয় বলে মুজিব-উর- রহমানের লেগ স্পিনে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন পাকিস্তানের ওপেনার ফখর জামান। গত ম্যাচে ৯ রান করা ফখর আজ রানের খাতা খুলার আগেই সাজঘরে ফেরেন।

291465

এর আগে লিডসে টস জিতে শুরুটা একদমই ভালো হয়নি আফগানদের। শাহেন শাহ আফ্রিদির আগুনে ৫৭ রানেই নেই ৩ উইকেট। উইকেটরক্ষক ইকরাম আলি খিলকে নিয়ে ৬৪ রান তুলে রান চাকাটা লাইনের উপরে রাখেন সাবেক অধিনায়ক আসগর আফগান।

আসগর ৪২ রানে ফিরলে আবারও ধস আফগান ইনিংসে। নাজিবুল্লাহ জাদরানের ঠিক ৪২ রানের আরেকটি ইনিংসে দুইশো পেরনো সংগ্রহ পায় গুলবাদিন নায়েবের দল।

289792 1

৪৭ রানে ৪ উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। ২টি করে উইকেট ইমাদ ওয়াসিম ও ওয়াহাব রিয়াজের।

97 Desk

Read Previous

চিকেন পক্সে বিশ্বকাপ শেষ প্রদীপের

Read Next

দেশ থেকে টাইগারদের জন্য ‘৫০০০’ হাতে লেখা চিঠি

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share