
চোট পেয়ে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার মিছিল যেন লম্বাই হচ্ছে। মোহাম্মদ শেহজাদ, শিখর ধাওয়ান, আন্দ্রে রাসেলের পর এবার সে দলে যোগ দিলে শ্রীলঙ্কান পেসার নুয়ান প্রদীপ, তার বদলি হিসেবে শীঘ্রই দলের সাথে যোগ দিচ্ছেন পেসার কাসুন রজিথা।

হাতের চোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি নুয়ান প্রদীপ। তবে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন হাতের চোট নয় শরীরে চিকেন পক্সের কারণে। টুর্নামেন্টে ৪ ম্যাচে বল হাতে নিয়ে ৫.৪১ ইকোনোমিতে নুয়ান উইকেটে নিয়েছেন ৫ উইকেট।
শ্রীলঙ্কার বিশ্বকাপ মিশন টিকে আছে এখনো। ইংল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে ওলট পালট করে দেওয়া লঙ্কানরা সেমির পথ খুলে দিয়েছিল বাংলাদেশ, পাকিস্তানসহ কয়েকটি দলের। তবে লড়াইয়ে এখনো টিকে আছে লঙ্কানরা, পরের দুই ম্যাচ জিতে অন্য দলগুলোর জয় পরাজয়ের সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।
এমন পরিস্থিতিতে দলের নিয়মিত সদস্য প্রদীপের ছিটকে যাওয়া কিছুটা অস্বস্তিতে ফেলবেই করুণারত্নের দলকে। ৩২ বছর বয়সী প্রদীপের স্থলাভিষিক্ত হচ্ছেন ২৬ বছর বয়সী দেশের হয়ে ৬ টি ওয়ানডে খেলা পেসার কাসুন রজিথা, উইকেট নিয়েছেন পাঁচটি । এছাড়া ৬ টি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাও আছে রজিথার।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হওয়া এই ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার এবছর ১৬ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই খেলেছেন সবশেষ ওয়ানডে। শ্রীলঙ্কার পরবর্তী ম্যাচ ১ জুলাই রিভার সাইড গ্রাউন্ড, চেস্টার লি স্ট্রিটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ও ৬ জুলাই লিডসের হেডিংলিতে ভারতের বিপক্ষে। সেমিতে যেতে দুটো ম্যাচেই জয়ের পর তাকিয়ে থাকতে হবে অন্যদের জয় পরাজয়ের দিকে।