পাকিস্তান ও আফগানিস্তানের সমর্থকদের মধ্যে মা-রা-মা-রি!

Afghansitan

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর আফগান ক্রিকেটাররা অশালীন অঙ্গভঙ্গি করেছিলেন আফগান দর্শকদের দিকে। এর রেশ কাটতে না কাটতেই এবার আবার বিতর্কের মুখে আফগান সমর্থকরা। আফগানিস্তান-পাকিস্তান ম্যাচের দিনে মাঠের বাইরে মা-রা-মা-রি করেছেন আফগান ও পাকিস্তানি সমর্থকরা।

এমনিতে রাজনৈতিক ভাবে দুই দেশের সম্পর্ক খুব একটা সুবিধার না। এর ওপর ক্রিকেটীয় লড়াই তো আছেই। পাকিস্তানি সংবাদমাধ্যম জানায় আফগানিস্তানের দুই উইকেট পরে যাওয়ার পর পাকিস্তানি সমর্থকরা উল্লাস করতে থাকে। ঠিক তখন পাকিস্তানের বিপক্ষে স্লোগান দিতে থাকে আফগান ভক্তরা।

এতে দুই দলের সমর্থকদের মাঝে তুমুল মা-রা-মা-রি শুরু হয়। মাঠের বাইরে ছড়িয়ে পরে দুই দলের ভক্তদের এই মা-রা-মা-রি। একে অপরের দিকে বিভিন্ন জিনিস ছুড়তে থাকে দুই দলের সমর্থকরা। স্থানীয় পুলিশকে পাত্তা না দিয়েই চলে দুই দলের সমর্থকদের মা-রা-মা-রি। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ চেষ্টা করছে সমর্থকদের সংঘর্ষ থামানোর। আফগানিস্তান সমর্থকদের দাবি এর সূত্রপাত করে পাকিস্তানি সমর্থকরা।

৯৭ ডেস্ক

Read Previous

ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ‘এ’ দল

Read Next

চিকেন পক্সে বিশ্বকাপ শেষ প্রদীপের

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share