
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর আফগান ক্রিকেটাররা অশালীন অঙ্গভঙ্গি করেছিলেন আফগান দর্শকদের দিকে। এর রেশ কাটতে না কাটতেই এবার আবার বিতর্কের মুখে আফগান সমর্থকরা। আফগানিস্তান-পাকিস্তান ম্যাচের দিনে মাঠের বাইরে মা-রা-মা-রি করেছেন আফগান ও পাকিস্তানি সমর্থকরা।
এমনিতে রাজনৈতিক ভাবে দুই দেশের সম্পর্ক খুব একটা সুবিধার না। এর ওপর ক্রিকেটীয় লড়াই তো আছেই। পাকিস্তানি সংবাদমাধ্যম জানায় আফগানিস্তানের দুই উইকেট পরে যাওয়ার পর পাকিস্তানি সমর্থকরা উল্লাস করতে থাকে। ঠিক তখন পাকিস্তানের বিপক্ষে স্লোগান দিতে থাকে আফগান ভক্তরা।
এতে দুই দলের সমর্থকদের মাঝে তুমুল মা-রা-মা-রি শুরু হয়। মাঠের বাইরে ছড়িয়ে পরে দুই দলের ভক্তদের এই মা-রা-মা-রি। একে অপরের দিকে বিভিন্ন জিনিস ছুড়তে থাকে দুই দলের সমর্থকরা। স্থানীয় পুলিশকে পাত্তা না দিয়েই চলে দুই দলের সমর্থকদের মা-রা-মা-রি। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ চেষ্টা করছে সমর্থকদের সংঘর্ষ থামানোর। আফগানিস্তান সমর্থকদের দাবি এর সূত্রপাত করে পাকিস্তানি সমর্থকরা।
افغان تماشائی آپے سے باہر#PAKvAFG #Pakistan #Afghanistan #BOLNews pic.twitter.com/mJ28BtWkav
— BOL NETWORK (@BOLNETWORK) June 29, 2019
Cricket is no more gentleman’s game…. Afghanistan and Pakistan playing inside but supporters playing outside… #CWC19 #AFGvPAK #ICCWorldCup2019 pic.twitter.com/J7qI2CRgoA
— Mr. BSF (@Mr__BSF) June 29, 2019