

চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত আফগানিস্তান ম্যাচ জিতেনি একটিও। তবে মাঠের বাইরে নানাভাবে দলটি আছে আলোচনার তুঙ্গে। পাকিস্তানি সাবেক গতি তারকা শোয়েব আখতার আরেকবার আলোচনায় আনলেন রাশিদ-নবীদের। যেখানে দলটির কড়া সমালোচনা করে শোয়েব হু-ম-কি দিয়ে রেখেছেন আফগানিস্তানকে আজ(২৯জুন) লিডসে দুমড়েমুচড়ে হারিয়ে ক্রিকেট শেখানোর। আর এতেই আফগানিদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে টুইটারে।
আফগানিস্তান বোর্ড সিইও’র পাকিস্তানকে ক্রিকেট শেখাতে চাওয়ার আগ্রহ থেকে শুরু করে দলটির অধিনায়কের বাংলাদেশকে ডুবানোর ইচ্ছে , সমর্থকদের সাথে রাশিদ খানদের বাজে আচরণ, রেস্টুরেন্টে মা-রা-মা-রি, টুর্নামেন্টের মাঝপথে ফিটনেস ইস্যুতে অভিজ্ঞ মোহাম্মদ শেহজাদের বাড়ির পথ ধরা সবমিলিয়ে একটি হ-য-ব-র-ল পরিস্থিতি আফগানিস্তান দলের, তার উপর অনেক আশার কথা শুনিয়ে এসেও বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ গুলবাদিন নাইবের দল।

আজ (২৯জুন) লিডসের হেডিংলিতে পাকিস্তানের বিপক্ষে কাঙ্খিত জয়ের লক্ষ্যে নামবে আফগানরা, অন্যদিকে সেমির স্বপ্ন জিইয়ে রাখতে পাকিস্তানের এটি আবশ্যকিয় জয়ের ম্যাচ। এমন ম্যাচের আগেই শোয়েব আখতার তার ইউটিউব চ্যানেলে ম্যাচ রিভিউতে আফগানিস্তানের কড়া সমালোচনা করে উত্তাপ ছড়িয়ে দেন। সমালোচনার বহিঃপ্রকাশে এতটাই রেগে যান শোয়েব যে আফগান ক্রিকেটারদের নাগরিকত্ব নিয়েও তোলেন প্রশ্ন, তাদের ক্রিকেট শিখিয়েছে পাকিস্তান এমনটাও করেন দাবি।
এ প্রসঙ্গে শোয়েব বলেন, “তাদের হোমগ্রাউন্ড এখন দিল্লী। একটা সময় ছিল লাহোর, করাচি। আফগান খেলোয়াড়েরা আমাদের কাছ থেকে ক্রিকেট শিখেছে। পাকিস্তানের রিফিউজি ক্যাম্পে তাদের ক্রিকেট শিখিয়েছি আমরা। কিছু মনে করবেননা, তাদের আইডি কার্ড চেক করলে তারা বিশ্বকাপ থেকেই নিষিদ্ধ হয়ে যাবে। তাদের বেশিরভাগ খেলোয়াড়ই যে করাচি কিংবা লাহোরের।”
তবে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস যে মূলত আফগানিস্তান সিইও’র মনব্যে ফুঁসেছেন বোঝা গিয়েছে তার পরের কথাগুলোয়, তিনি বলেন, “তারা এখন ভারতের কাছে ক্রিকেট শিখছে, কিন্তু ভারত তাদের প্রকৃত খেলাটা ধরিয়ে দিতে পারছেনা। আমরা আফগানিস্তানকে ভালোবাসি, তাদের তিন মিলিয়ন শরনার্থীকে আমরা জায়গা দিয়েছি। তবে খেলায় কোন ছাড় নয়। তাদের উপর চড়াও হয়েই জয় তুলে নিবো।”
আফগান সিইও’র প্রসঙ্গ টেনে পাকিস্তানের শেষ চারে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী শোয়েব আরও যোগ করেন, “ আফগানিস্তান সিইও বলছেন আমাদের তাদের কাছ থেকে ক্রিকেট খেলা শিখা উচিৎ। কাল(২৯ জুন) আমরা তাদের ক্রিকেট শেখাবো। তাদের কোন ছাড় দেওয়া হবেনা। ভারতের সাহায্য আমাদের লাগবে। আমার বিশ্বাস ভারত-পাকিস্তান প্রথম সেমিফাইনাল খেলবে। ভারত টেবিলের শীর্ষে আর আমরা চারে থেকে।”
তার এমন মন্তব্যের পরই ফুঁসে ওঠে আফগান সমর্থকরা। পাকিস্তানি এই পেসারের করছে মু-ন্ডু-পা-ত। টুইটারে আফগানিরা শোয়েবকে স-ন্ত্রা-স বলেও করছে অভিহিত, তার এমন মন্তব্যের পর অনেকেই বলছেন আফগানিস্তান মাঠে পাকিস্তানকে হারিয়েই দিবে জবাব।
Shoaib Akhtar’s message for Afghanistan and their cricket board ahead of clash with Pakistan. pic.twitter.com/cNynasUWbc
— Ashar Jawad (@AsharJawad) June 28, 2019
@shoaib100mph with all due respect to u for being a Cricketer who admired alot of youth, but this is too much of nonsense from u, am not coming to defend the immeture statement of my Ex collegue but u r going too far. Go and ask ur elders Afghans saved u from a RED crush
— Shafiq Stanikzai (@ShafiqStanikzai) June 28, 2019
Saved u from Russia by sacrificing millions of lives, and bro if we are not saying ke half of Pakistani team is from Afghanistan then u need to hold ur nerves, FYI pashtoons are Afghans who won World cups for u, and this would be not the right platform to discuss durand line
— Shafiq Stanikzai (@ShafiqStanikzai) June 28, 2019
With u, we are and will be admiring the PCB support in our early days and in the same way we are appreciating BCCI’s current support but that does not means we belong to anyone. We are #AFGHAN.
may the best team win tomorrow@IbrahimReporter @mak_asif @matiabidnoor @EmalPasarly— Shafiq Stanikzai (@ShafiqStanikzai) June 28, 2019
Shoaib Akhtar wants Pakistan to ‘tame’ Afghanistan because their ID cards will be from Peshawar. Its shameful language coming from a sportsman. It’s alright to sensationalize stuff but this is Basit Ali level garbage.https://t.co/dpFzoVJ380
— The Fourth Seat Podcast (@SeatFourth) June 28, 2019
Now, now.
After hearing this I really want Afghanistan to thrash Pakistan today. Pakistan either produces terrorists or assholes like Shoaib Akhtar. https://t.co/zM63bMhb7q— Brain Nibbler (@MindExcavator) June 29, 2019
On our way to Leeds to watch afghanistan playing Pakistan.
Very big for both teams .
I wasn’t going to mind even if Pakistan wins but due to alot of hatred nracists attacks from Pakistan side specially recent video of Shoaib akhtar I hope we win in SHA Allah#ICCWorldCup2019 pic.twitter.com/1cIIvXWJbV
— ابو سمية الاثري ???????? (@ahlulhadith1) June 29, 2019
I hope every member of @ACBofficials watches this video before their match against Pakistan. Sometimes motivation comes from your opponents underestimating and denigrating you. Exactly what @shoaib100mph has done here. https://t.co/i0ZLcmIAJn #AFGvPAK #WorldCup2019
— Sushmit Nath (@sushmitnath) June 29, 2019
Filled with filth. I am surprised he calls it a ‘cricket’ channel if he has to poop like this. Clearly frustrated because India helps Afghanistan and @shoaib100mph was kicked out of his job in India. I hope Afghanistan watches this video to get pumped. https://t.co/roB0PywMJT
— Silly Point (@FarziCricketer) June 28, 2019