
চলতি ইংল্যান্ড বিশ্বকাপে সাকিব আল হাসান আছেন নিজেকে ছাড়িয়ে যাওয়ার মিশনে। মাঠের পারফর্ম দিয়ে ভাঙ্গছেন রেকর্ডের পর রেকর্ড, ভাগ বসাচ্ছেন রথী-মহারথীদের অর্জনে, ক্ষেত্র বিশেষ হয়ে যাচ্ছেন একক রেকর্ডের মালিক। ইতোমধ্যে ব্যাটে-বলে টুর্নামেন্ট সেরা হওয়ার রসদ জুগিয়ে ফেলেছেন, সামনে ম্যাচ বাকী দুটো। সাবেক অজি তারকা মাইক হাসিও বলছেন, টুর্নামেন্ট সেরা হতে যাচ্ছেন বাংলাদেশের পোস্টার বয়।
টুর্নামেন্টের শুরু থেকে ধারাবাহিক সাকিব ৬ ম্যাচেই রান করেছেন ২ সেঞ্চুরি আর তিন ফিফটিতে ৪৭৬, বল হাতে উইকেট ১০ টি। হ্যাম্পশায়ারে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ৫১ রান আর বল হাতে ৫ উইকেট নিয়ে গয়েছেন অনেক রেকর্ড।
বাংলাদেশের প্রথম ও বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ১ হাজার রান, প্রথম ক্রিকেটার হিসেবে এক হাজার রান ও ৩০ উইকেট, দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ম্যাচে ফিফটি ও ৫ উইকেট। হাতে ম্যাচ বাকী অন্তত দুটি, সেমিফাইনালে কোয়ালিফাই করলে বাড়বে আরও, কিন্তু ইতোমধ্যেই ম্যান অব দ্যা টুর্নামেন্ট হওয়ার মত পারফরম্যান্স করে ফেলেছে সাকিব আল হাসান এমনটা বলছেন অনেকেই।
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের পর অর্জুন পন্ডিতের সঞ্চালনায় ইএসপিএন ক্রিকইনফোর এক বিশ্লেষনী অনুষ্ঠানে অস্ট্রেলিয়া সাবেক তারকা ব্যাটসম্যান মাইক হাসি বলেছেন সাকিব হতে যাচ্ছে বিশ্বকাপের এবারের আসরের ম্যান অব দ্যা টুর্নামেন্ট।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারতীয় সাবেক ক্রিকেটার মুরালি কার্তিকও, তিনিও হাসির সাথে মিলিয়েছেন সুর। সাকিব সম্পর্কে বলতে গিয়ে হাসি বলেছেন ক্যারিয়ার শেষে সাকিব হবেন বিশ্বকিংবদন্তীদের একজন।
অস্ট্রেলিয়ার হয়ে ১২ হাজারের বেশি আন্তর্জাতিক রানের মালিক ৪৪ বছর বয়সী হাসি এ প্রসঙ্গে বলেন,
“সাকিব টুর্নামেন্টজুড়ে অসাধারন খেলছে, টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে সেই এগিয়ে। ব্যাটে বলে দুর্দান্ত সাকিবে পয়েন্ট টেবিলের পাঁচে এখন বাংলাদেশ, শেষ চারে যাওয়াটা যদিও অনেক কঠিন তবুও ইতোমধ্যে সাকিব নিংড়ে দিয়েছে নিজেকে। ক্যারিয়ার শেষে সে বিশ্ব কিংবদন্তী হয়েই বিদায় নিবে, তবে সেটা একটু সময়ের ব্যাপার হলেও বাংলাদেশের ক্ষেত্রে বলতেই হয় তারা তাদের ক্রিকেট ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার ইতোমধ্যে পেয়ে গেছে।”