

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ইয়র্কার দেয়া লিস্টে লাসিথ মালিঙ্গার পরেই মোহাম্মদ সাইফউদ্দিন। পেছনে ফেলেছেন মিচেল স্টার্ক, লুকি ফার্গুসন, বুমরাহ’দের।
এবারের ইংল্যান্ড বিশ্বকাপে ইয়র্কার দিয়ে ব্যাটসম্যানদের বিপদে ফেলা বোলারদের তালিকায় শীর্ষ দুই’য়ে রয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। পাঁচ ম্যাচে ৩৬টি ইয়র্কার দিয়ে ১ নম্বরে আছেন শ্রীলংকার গ্রেট লাসিথ মালিঙ্গা। সমান ম্যাচে (২৫টি ইয়র্কার) দিয়ে মালিঙ্গার ঠিক পরেই আছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
তিনে আছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিসেল স্টার্ক (সাত ম্যাচে ২৪টি ইয়র্কার)। চারে থাকা অস্ট্রেলিয়ান পেসার মার্কাস স্টইনিস দিয়েছেন (পাঁচ ম্যাচে ১৯টি ইয়র্কার)। নিউজিল্যান্ডের তারকা পেসার লুকি ফার্গুনসন (ছয় ম্যাচে দিয়েছেন ১৮টি ইয়র্কার)। ভারতের বর্তমান সময়ের অন্যতম সেরা পেসার জসপ্রিত বুমরাহ দিয়েছেন (পাঁচ ম্যাচে ১৮টি ইয়র্কার)।
একনজরে ইয়র্কার করার দিক থেকে শীর্ষ ৬ বোলার-
ক্রমিক | নাম | ইয়র্কার সংখ্যা |
১ | লাসিথ মালিঙ্গা | ৩৬ |
২ | মোহাম্মদ সাইফউদ্দিন | ২৫ |
৩ | মিচেল স্টার্ক | ২৪ |
৪ | মার্কাস স্টয়নিস | ১৯ |
৫ | লকি ফার্গুসন | ১৮ |
৬ | জাসপ্রিত বুমরাহ | ১৮ |