অসময়ে জ্বলে উঠল প্রোটিয়া’রা, নিভে গেলো শ্রীলঙ্কা

SA SL
Vinkmag ad

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাত্তাই পেল না শ্রীলংকা ক্রিকেট দল। বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার। তবে সেমিফাইনালের স্বপ্ন টিকে ছিল শ্রীলংকার। শুক্রবার আফ্রিকার বিপক্ষে জিতলে সেমির আশা আরো জোরালো হতো ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী লংকানদের।

291419

কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নিল শ্রীলংকা। আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের পর চতুর্থ দল হিসেবে বিশ্বকাপ থেকে ছিটকে গেল শ্রীলংকা।

শুক্রবার ইংল্যান্ডের স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে প্রথমে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকান পেসার ডোয়েন পিটোরিয়াস এবং ক্রিস মরিসের গতির মুখে পড়ে ৪৯.৩ ওভারে ২০৩ রানে অলআউট হয় শ্রীলকা।

291422

টার্গেট তাড়া করতে নেমে হাশিম আমলা ও ফাফ ডু প্লেসিরের অনবদ্য ব্যাটিংয়ে ৭৬ বল হাতে রেখে ৯ উইকেটের জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।

97 Desk

Read Previous

সেমির স্বপ্ন শেষ, শাস্তি পেলেন ব্র্যাথওয়েটও

Read Next

স্টার্ককে ছাড়িয়ে মালিঙ্গার পাশে ‘সাইফউদ্দিন’

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share