
বিশ্বের সেরা অলরাউন্ডার এই বিশ্বকাপের মধ্য দিয়ে যেন এক রেকর্ডের বন্যায় ভাসছেন। এই বিশ্বকাপে বলা যায়, সাকিবেই উড়ছে বাংলাদেশ। বাংলাদেশের চারদিক এখন শুধুই তাই সাকিবময়। বিশ্বকাপ ইতিহাসের সেরা অলরাউন্ডার হতেও সাকিবের বেশি দেরি নেই! আর মাত্র ১৫০ রান করতে পারলেই জয়সুরিয়াকে টপকে বিশ্বকাপের ইতিহাসে অলরাউন্ডারদের ‘অলরাউন্ডার’ হয়ে যাবেন সাকিব।

বিশ্বকাপে যা করে দেখাচ্ছেন বাংলাদেশের সেরা ক্রিকেটার, বহুদিন তেমনটা দেখা যায়নি। ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান ৪৭৬ রান করে শীর্ষে সাকিব। আর সেরা অলরাউন্ডার কেনো, তাও প্রমাণ করলেন। এক বিশ্বকাপে এর আগে কোনো ক্রিকেটার চারশোর বেশি রান ও ১০ উইকেট নেননি। রেকর্ড আছে আরও। বিশ্বকাপের একই ম্যাচে ব্যাট হাতে ৫০’র বেশি রান ও পাঁচ উইকেট নেয়া দ্বিতীয় খেলোয়াড় তিনি। এই পথে তিনি ছুঁয়ে ফেলেন সদ্য অবসরে যাওয়া ভারতীয় বিশ্বকাপজয়ী তারকা যুবরাজ সিংকে।
বিশ্বকাপের ইতিহাসে ন্যূনতম ১০ উইকেট ও ২৫০ রান করা খেলোয়াড়দের তালিকায় যাঁরা আছেন, সাকিবের উইকেট সংখ্যা এর মধ্যেই সবার চেয়ে বেশি। ৩৩ উইকেট নিয়ে সাকিব আছেন সবার ওপরে। বর্তমান ক্রিকেটারদের মধ্যে সাকিব ছাড়া এ তালিকায় সেরা ১০’এ আছেন শুধু গেইল (১ হাজার ১৪৪ রান) ও (১৫ উইকেট)।
শুধুমাত্র উইকেটের তালিকায় সাকিবের নিচে আছেন যথাক্রমে কপিল দেব (২৮ উইকেট), মার্ক ওয়াহ ও সনাৎ জয়সুরিয়া (২৭ উইকেট), জ্যাক ক্যালিস (২১ উইকেট), যুবরাজ সিং (২০ উইকেট), তিলকারত্নে দিলশান (১৮ উইকেট), স্কট স্টাইরিস (১৭ উইকেট), অরবিন্দ ডি সিলভা (১৬ উইকেট), ক্রিস গেইল ও স্টিভ টিকোলো (১৫ উইকেট), স্যার ভিভ রিচার্ডস ও সৌরভ গাঙ্গুলী (১০ উইকেট)।

বিশ্বকাপে ন্যূনতম ১০ উইকেট আর ২৫০ রান করা খেলোয়াড়দের তালিকায় সবচেয়ে বেশি রান সংগ্রহকারীদের মধ্যে ১ হাজার ১৬ রান নিয়ে সাকিবের অবস্থান ষষ্ঠ।
প্রথমে আছেন জয়সুরিয়া (১ হাজার ১৬৫ রান)। জ্যাক ক্যালিস (১ হাজার ১৪৮ রান), ক্রিস গেইল (১ হাজার ১৪৪ রান), তিলকারত্নে দিলশান (১ হাজার ১১২ রান) ও অরবিন্দ ডি সিলভা (১০৬৪ রান)।
অর্থাৎ, আর মাত্র ১৫০ রান করতে পারলেই জয়সুরিয়াকে টপকে বিশ্বকাপের ইতিহাসে অলরাউন্ডারদের অলরাউন্ডার হয়ে যাবেন সাকিব।
এবারের বিশ্বকাপে সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন সাকিব আল হাসান। এটি উপলব্ধি করার জন্য ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই।
এই বিশ্বকাপে বাংলাদেশ যে কটি ম্যাচ জিতেছে, প্রতিটিতেই ম্যাচের নায়ক হয়েছেন সাকিব। সাকিব আল হাসান এবার বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক। ৬ ম্যাচে তাঁর সংগ্রহ ৪৭৬ রান। বল হাতে ৬ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোনো ক্রিকেটারই এক টুর্নামেন্টে এমন অলরাউন্ড নৈপুণ্য দেখাতে পারেনি।
বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপ সেমিফাইনালে যাবে কি না এখনই জানা নেই, কিন্তু এই বিশ্বকাপ যে সাকিব আল হাসানের তা প্রতি ম্যাচে বুঝিয়ে দিচ্ছেন তিনি।