বিশ্বকাপের পরেও খেলবেন মাশরাফি

Mashrafee

এই বিশ্বকাপই তাঁর শেষ বিশ্বকাপ। তবে মাশরাফি বিন মর্তুজা ক্রিকেটকে বিদায় বলছেন না এখনই। খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বকাপের পরও। এটাই আমার শেষ বিশ্বকাপ। তবে অবসর নিয়ে ভাবছি না। আমি খেলা ছাড়ছি না। ওয়ানডে খেলে যাব।কথাগুলো বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফির।

289334

গতকাল বৃহস্পতিবার ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে সাক্ষাৎকারে মাশরাফি বলেন,

‘এখনই খেলা ছাড়ছি না। আমি আরও খেলব। বোর্ড থেকে কোনো নির্দেশনা এলে আলাদা কথা। তবে ব্যক্তিগতভাবে আমার আপাতত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার চিন্তা নেই।’

বাংলাদেশ ক্রিকেটকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া মাশরাফি এক যুগেরও বেশি সময় ধরে খেলছেন জাতীয় দলের হয়ে। তার নেতৃত্বে সবচেয়ে বেশি সফলতা পেয়েছে বাংলাদেশ। হারিয়ে দিয়েছে বড় বড় দলকে। ত্রিদেশীয় সিরিজও জিতেছে। তবে এই বিশ্বকাপের মধ্যেই অবসর নিয়ে ভাবছেন না,

‘আমি আরও খেলব, এটা ঠিক। আর বিশ্বকাপের মধ্যে ও রকম কিছু করতেও চাই না। তাতে পুরো দলের মনোযোগ নষ্ট হয়ে যাবে। খেলোয়াড়েরা যা-ই করবে, বলবে, ওরা এটা আমার জন্য করছে বা করতে চায়। এটা চাচ্ছি না। আমি চাই বিশ্বকাপটা সবাই নিজের মতো করে খেলুক। এখানে অন্য কিছু না আসুক।’

291014

ওয়ানডের ভবিষ্যৎ নেতা হিসেবে টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসানকেই দেখেন তিনি। সেদিন কী একটা প্রসঙ্গে ড্রেসিংরুমে মাশরাফি দলের ক্রিকেটারদের বলেছেন,

‘সামনে সাকিব অধিনায়ক হচ্ছে। তখন ওর সঙ্গে এসব নিয়ে আলোচনা করিস।’

97 Desk

Read Previous

যাচ্ছেন রোডস, আসছেন কে?

Read Next

অলরাউন্ডারদের ‘অলরাউন্ডার’ হওয়ার অপেক্ষায় সাকিব

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share