

দক্ষিন আফ্রিকার কাছে হেরে র্যাংকিংয়ে সাতে নেমে এলো শ্রীলংকা। এর মধ্য দিয়ে আবারো ছয় নাম্বারে উঠে এসেছে বাংলাদেশ।
আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ড কে হারিয়ে ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে শ্রীলংকা কে টপকে ছয় নাম্বারে উঠে এসেছিলো বাংলাদেশ। র্যাংকিংয়ে ছয় নাম্বার দল হিসেবেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু করেছিলো টাইগাররা। তবে ধরে রাখতে পেরেছিল অল্প কিছু দিনই।
আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের সাথে হেরে ১ পয়েন্ট হারিয়ে ৯২ পয়েন্ট নিয়ে আবারো সাতে নেমে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কা আবারো উঠে যায় ছয় নাম্বারে।
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা আজ মুখোমুখি হয় দক্ষিন আফ্রিকার। এই ম্যাচে আফ্রিকার কাছে ৯৬ রানে হেরে ১ পয়েন্ট খোয়া যায় লংকানদের।
রেটিং পয়েন্টের ভগ্নাংশ হিসেবে এগিয়ে থাকায় তাই বাংলাদেশ আবারো ফিরে পায় র্যাংকিংয়ের ছয় নাম্বার অবস্থান।
আগামী ৫ তারিখ অষ্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেলে টাইগারদের রেটিং পয়েন্টে যোগ হবে ২ পয়েন্ট। আর হারলে বাংলাদেশের ১ পয়েন্ট কমে যাবে, ফলে শ্রীলঙ্কা আবারো উঠে আসবে ছয় নাম্বারে।
বর্তমান র্যাংকিংঃ
১। দক্ষিন আফ্রিকা ১২২ পয়েন্ট
২। অস্ট্রেলিয়া ১১৮ পয়েন্ট
৩। ভারত ১১৭ পয়েন্ট
৪। নিউজিল্যান্ড ১১৪ পয়েন্ট
৫। ইংল্যান্ড ১১২ পয়েন্ট
৬। বাংলাদেশ ৯২ পয়েন্ট
৭। শ্রীলঙ্কা ৯২ পয়েন্ট
৮। পাকিস্তান ৮৮ পয়েন্ট