যাচ্ছেন রোডস, আসছেন কে?

সিডন্স রোডস হাথুরুসিংহে
Vinkmag ad

ইংল্যান্ডে বিশ্বকাপ, এই ভাবনা মাথায় রেখে ইংলিশ কোচ স্টিভ রোডসকে নিয়োগ দিয়েছিল বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। চলতি বিশ্বকাপে বাংলাদেশ দল ইংল্যান্ডের বিরুদ্ধ কন্ডিশনে করেছেও বেশ ভালো। তবে তাতে হেড কোচ স্টিভ রোডসের ভূমিকা কতখানি তা নিয়ে সন্দিহান ক্রিকেট কর্তারা, এমনকি ক্রিকেটাররাও খুব বেশি আশ্বস্ত নন রোডসের গেমপ্ল্যানে। রোডসের তাই বিদায়ঘন্টা বাজতে চলেছে। বিশ্বকাপ শেষেই আসতে পারে নতুন কোচ। যদিও কোচ হবার দৌড়ে এগিয়ে দুই পুরাতন।

রোডস
ছবিঃক্রিকেট৯৭

স্টিভ রোডসকে সরিয়ে টাইগারদের কোচ হিসাবে আনা হতে পারে জিমি সিডন্স ও চন্ডিকা হাথুরুসিংহের মধ্য থেকে একজনকে। দুজনেরই আছে পূর্বে বাংলাদেশ দলকে কোচিং করানোর অভিজ্ঞতা। রোডস আসার আগে হাথুরুসিংহেই ছিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ।

দেশের শীর্ষস্থানীয় দৈনিক কালের কণ্ঠের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সেখানে বলা হয়েছে বর্তমান কোচ স্টিভ রোডস নিপাট ভদ্রলোক হলেও, বেশ পরিশ্রমী হলেও তার গেমপ্ল্যানে সন্তুষ্ট নন খোদ ক্রিকেটাররাই। এমনিতে রোডস খুব বেশি গেমপ্ল্যান বলে দেন না শিষ্যদের, যা কিছু উপদেশ দিয়েছেন তার বেশ কিছু আবার পরে ভুল প্রমাণিত হয়েছে!

এই ইংলিশ কোচকে সরিয়ে দেবার জন্য বেশ কিছু সভাও হয়েছে দলের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের সাথে বোর্ড কর্তাদের। সেখানে আলোচনা হয়েছে নতুন কোচের ব্যাপারেও। রমরমা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে বাজারে নতুন কোচ দুষ্প্রাপ্য। তাই পুরাতনেই ভরসা করছে দল। সেক্ষেত্রে আলোচনায় সাবেক দুই কোচ অস্ট্রেলিয়ার জিমি সিডন্স ও শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহে। যেখানে পঞ্চপান্ডবের মাঝে ভোটাভুটিতে ৩-২ ব্যবধানে এগিয়ে জিমি সিডন্স।

Chandika Haturusinghe 130153

যেহেতু বোর্ডের একটা অতি গুরুত্বপূর্ণ ভোটও আছে, সেহেতু এখনই জিমি সিডন্স এগিয়ে আছেন বলা যাবে না। আবার বোর্ড চাইলেও যে এদের দুজন বা দুজনের একজন কোচ হতে রাজি হয়ে যাবেন এমনও না। জিমি সিডন্স বাংলাদেশ দলের কোচ হতে চান এমন ইঙ্গিত এর আগে দিয়েছেন। আর শেষটা মধুর ছিলো না হাথুরুসিংহে। প্রস্তাব পেয়ে তাই নাকচ করে না দিলেও ইতস্তত করেছেন শ্রীলঙ্কা দলের কোচ হিসাবে দায়িত্ব পালন করতে থাকা হাথুরুসিংহে।

৯৭ ডেস্ক

Read Previous

শেষ হলো ‘২৬’ বছর ধরে চলতে থাকা গল্প

Read Next

বিশ্বকাপের পরেও খেলবেন মাশরাফি

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share