বিদায় নিশ্চিত হলো উইন্ডিজের, সেমির পথে এগিয়ে ভারত

INDIA WI
Vinkmag ad

ভারতের কাছে পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজ। বোলিংয়ে কিছুটা আধিপত্য বিস্তার করলেও ব্যাটিংয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ক্রিস গেইলরা। মোহাম্মদ সামির বোলিং তাণ্ডবে ভেঙে চুরমার হয় ক্যারিবীয়দের ব্যাটিং লাইন-আপ।

দুই উইকেটে ৭১ রান করা উইন্ডিজ এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৪৩ রানে আলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার সুনিল অ্যামব্রোস। এছাড়া ২৮ রান করেন নিকোলাস পুরান। ভারতের হয়ে ৬.২ ওভারে মাত্র ১৬ রানে ৪ উইকেট শিকার করেন মোহাম্মদ সামি।

291375

এর আগে বিরাট কোহলি-মহেন্দ্র সিং ধোনির জোড়া ফিফটিতে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ২৬৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন কোহলি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ৬১ বলে ৫৬ রান করেন সাবেক অধিনায়ক ধোনি।

ভারতের সামনে সহজ সমীকরণ- জয় পেলেই সেমিফাইনালের রাস্তা পরিষ্কার। অন্য দিকে সেমিফাইনালের পথ থেকে আগেই ছিটকে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবুও শেষের ম্যাচগুলে জিতে বিশ্বকাপ থেকে সম্মানজনক বিদায় চায় তারাও। এমন সমীকরণ নিয়েই বৃহস্পতিবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হয়  ওয়েস্ট ইন্ডিজ-ভারত। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

291364

৫০ ওভারে সাত উইকেটে ২৬৮ রান করেছে ভারত। সর্বোচ্চ ৭২ রান করেন বিরাট কোহলি। এ ছাড়া ধোনি অপরাজিত ছিলেন ৫৬ রানে। হার্দিক পান্ডিয়া ৪৬ রানে আউট হন।

ধোনি-পান্ডিয়ার জুটিতেই ভারত এই সংগ্রহ করতে সমর্থ হয়। ওপেনার রোহিত শর্মা বেশি সময় টিকতে পারলেন না। কোহলিকে দ্রুতই নেমে জুটি গড়তে হয় রাহুলের সঙ্গে।

কোহলি-রাহুলের জুটিটা থিতু হতে দেননি হোল্ডার। ৪৮ রানে হোল্ডারের বলে বোল্ড হন রাহুল। কোহলিকে ৭২ রানে ফেরান হোল্ডার।

97 Desk

Read Previous

‘চাটুকার’ মাঞ্জরেকারকে বাদ দিতে আইসিসিতে চিঠি!

Read Next

শেষ হলো ‘২৬’ বছর ধরে চলতে থাকা গল্প

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share