

ইংল্যান্ডকে সরিয়ে আইসিসি-র ওয়ানডে র্যাঙ্কিংয়ে পয়লা নম্বরে এলো ভারত। কিন্তু একদিনের ব্যবধানেই শীর্ষ স্থান আবার হারাতে পারে ভিরাট কোহলি’রা। আজ উইন্ডিজের কাছে হারলেই আবার দুইয়ে ফিরে যাবে ভারত। ওল্ড ট্র্যাফোর্ডে আগে ব্যাট করে ক্যারিবীয়ানদের ২৬৯ রানের টার্গেট দিয়েছে টিম ইন্ডিয়া।
শীর্ষে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১২৩। আর ইংলিশদের পয়েন্ট ১২২। আজ যদি ভারত উইন্ডিজের কাছে হেরে যায়, তাহলে তাদের রেটিং পয়েন্ট যেয়ে দাঁড়াবে ২ কমে ১২১’এ। আর তাতেই নিজেদের ১২২ রেটিং পয়েন্ট নিয়ে আবারও শীর্ষে উঠে আসবে ইংলিশ’রা।
অপরদিকে দেখলে, আজকের ম্যাচ ভারত জিতলে ১ রেটিং পয়েন্ট বেড়ে ১২৪ হবে। তাতে শীর্ষ স্থান আরও শক্ত হবে ভারতের।
দীর্ঘদিন ধরেই ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ছিল ইংল্যান্ড। বিশ্বকাপেও পা দিয়েছে শীর্ষস্থানে থেকে। তাদের পরের অবস্থানটি ছিল ভিরাট কোহলিদের। কিন্তু বিশ্বকাপ শুরু হতেই ওলটপালট হয়ে গেল সব।
চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ইংল্যান্ডকে সরিয়ে আইসিসি একদিনের আন্তর্জাতিকের র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেল ভারতীয় দল। ভিরাট কোহলিদের পয়েন্ট ১২৩। ২০১৮ সালের মে মাসের পর এই প্রথম আইসিসি একদিনের র্যাঙ্কিংয়ের শীর্ষে নেই ইংল্যান্ড।
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষ ১০ দল (সবশেষ আপডেট- ২৭ জুন)
১. ভারত- ১২৩
২. ইংল্যান্ড- ১২২
৩. নিউজিল্যান্ড- ১১৪
৪. অস্ট্রেলিয়া- ১১২
৫. দক্ষিণ আফ্রিকা- ১০৯
৬. পাকিস্তান- ৯৬
৭. বাংলাদেশ- ৯২
৮. শ্রীলঙ্কা- ৭৮
৯. ওয়েস্ট ইন্ডিজ- ৭৭
১০. আফগানিস্তান- ৬০