
তৃতীয় ভারতীয় ও সাকুল্যে ১২ তম ব্যাটসম্যান হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিফটি করা ভিরাট কোহলি হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রান তোলায় দ্রুততম। পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকার-ব্রায়ান লারা দের।

আজকের ম্যাচ খেলতে নামার আগে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩৭৫ টি ম্যাচ খেলেছিলেন ভিরাট কোহলি। ৪১৬ ইনিংসে ব্যাট করা ভিরাটের রান ছিল ১৯৯৬৩। ২০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে কোহলির লাগতো ৩৭ রান।
নিজের ৫৩ তম ওয়ানডে ফিফটি (৯৩ তম আন্তর্জাতিক ফিফটি) পাবার দিনে এই মাইলফলক স্পর্শ করলেন ভিরাট কোহলি। শচীন-লারাদের অনেক পেছনে ফেলে এই মাইলফলক স্পর্শকারীদের মধ্যে দ্রুততম ভিরাটই।
আন্তর্জাতিক ক্রিকেটে একই সঙ্গে ৪৫৩ ইনিংসে ২০ হাজার রানের মাইলফলক ছোঁয়ার নজির রয়েছে মাস্টার-ব্লাস্টার শচীন টেন্ডুলকার ও ত্রিনিদাদের রাজপুত্র ব্রায়ান লারার। এতদিন এটাই ছিল এই মাইলফলক স্পর্শ করতে দ্রুততম। ভিরাট কোহলি এই রেকর্ড ভাঙলেন এই দুই কিংবদন্তির চেয়ে ৩৬ ইনিংস কম খেলে। অস্ট্রেলিয়ার দু’বারের বিশ্বজয়ী অধিনায়ক রিকি পন্টিং এই রেকর্ড স্পর্শ করেছিলেন ৪৬৮ ইনিংসে। এবি ডি ভিলিয়ার্সের লেগেছিল ৪৮৩ ইনিংস।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে গড়েছিলেন দ্রুততম ১১ হাজার ওয়ানডে রানের রেকর্ড। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গড়লেন দ্রুততম ২০ হাজার আন্তর্জাতিক রানের রেকর্ড।