‘বাংলাদেশের কাছে ইচ্ছে করেই হারবে ভারত’

বাংলাদেশ ভারত বাসিত আলি
Vinkmag ad

ভারত-বাংলাদেশ ম্যাচ হতে দেরি এখনও বেশ কিছু দিন। তবে সেই ম্যাচের পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে। ভারত পাকিস্তানকে ভয় পায়। তাই সেমিফাইনালে পাকিস্তানের ওঠা ঠেকাতে ইচ্ছে করেই ভারত বাংলাদেশের কাছে হারবে। তার আগেই বিস্ফোরক ভঙ্গিতে ভারত-বাংলাদেশ ম্যাচের ভবিষ্যৎবাণী করে দিলেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার বাসিত আলি। তিনি সরাসরি জানিয়ে দিলেন, ইচ্ছে করেই ভারত বাংলাদেশের কাছে হেরে যাবে।

ViratKohliRubelHossainIndiavBangladeshjwMQwrdBDj2l

চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়া প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। বাকি তিন দল এখনও নিশ্চিত নয়। তবে নিউজিল্যান্ডের সঙ্গে শেষ চারে ওঠার বিষয়ে এগিয়ে ভারত। ভারত ও নিউজিল্যান্ড আর একটা করে ম্যাচ জিতলেই সেমিফাইনালে পৌঁছে যাবে। ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড বাকি দুই ম্যাচের একটিতে জিতলেই উঠে যাবে সেমিতে। এমনকি বাকি দুই ম্যাচে হারলেও তাদের সুযোগ থাকবে শেষ চারে যাওয়ার। অন্যদিকে, ভারতের ৫ ম্যাচেই অর্জিত পয়েন্ট ৯।

তবে চতুর্থ দল হিসেবে বাংলাদেশের লড়াই পাকিস্তান ও ইংল্যান্ডের সঙ্গে। এই তিনটে দলকে শেষের প্রতিটি ম্যাচেই জিততে হবে।

শুধু বাংলাদেশের কাছে নয়, বাসিত আলি সঙ্গে জুড়ে দিয়েছেন শ্রীলঙ্কার নামটিও। পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে তিনি স্পষ্ট করেই বলেছেন, ভারত কোনোভাবেই চাইবে না পাকিস্তান সেমিফাইনালে উঠুক। পাকিস্তানকে ঠেকাতে দরকার হলে তারা বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে ইচ্ছে করে হারবে!

cover 1544271715basit ali

এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাসিত আলির সংশয় সেখানেই। তিনি সাফ পাকিস্তানের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন,

“ভারত কখনই চাইবে না পাকিস্তান সেমিফাইনাল খেলুক। তাদের দুই ম্যাচ রয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে। এই দুই ম্য়াচেই ভারত হারবে।”

বাংলাদেশের সঙ্গে সুকৌশলে তিনি টেনে এনেছেন শ্রীলঙ্কার প্রসঙ্গও। তিনি বলছেন, পাকিস্তানকে ছাঁটাইয়ের পথ সুগম করতেই শ্রীলঙ্কার কাছেও হারবে ভারত।

১৯৯৩ থেকে ১৯৯৬ মাত্র ৩ বছর পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলেছিলেন এই বসিত আলি। জাতীয় দলের জার্সিতে খেলেছেন সাকুল্যে ১৯টি টেস্ট ও ৫০টি একদিনের ম্যাচ।

৯৭ প্রতিবেদক

Read Previous

শচীন-লারার রেকর্ড ভেঙে দ্রুততম ভিরাট কোহলি

Read Next

আজ হারলেই আবার দুই’য়ে ফিরে যাবে ভারত

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share