পাকিস্তানি সমর্থকদের নাসের হুসাইনের খোঁচা

নাসের হুসাইন পাকিস্তান

আগামী রবিবার বার্মিংহামের এজবাস্টনে হারলেই বিদায়- এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে ইংল্যান্ড লড়াইয়ে নামবে ভারতের বিপক্ষে। ইংল্যান্ড, ভারতের বিপক্ষে হারলে সেমির সুযোগ আরও ভালো ভাবে তৈরি হবে বাংলাদেশ ও পাকিস্তানের। এই মহা-গুরত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের সমর্থকরা কোন দেশকে সমর্থন করবে? ইংল্যান্ড নাকি ভারত? টুইটারে পাকিস্তা্নি সমর্থকদের বিশেষভাবে খোঁচা দিয়ে এমন প্রশ্নই করলেন সাবেক ইংলিশ অধিনায়ক ও জনপ্রিয় ধারাভাষ্যকার নাসের হুসাইন।

NasserHussainEnglandvWestIndies1stRoyalZphjdXsGqR3l

ইংল্যান্ডের এই মূহুর্তে ৭ ম্যাচে পয়েন্ট ৮। তাদের পরবর্তী ২টি ম্যাচ ভারত ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে। বাকি ২ ম্যাচ অথবা অন্য সমীকরণে ১ ম্যাচ হারলেই রাউন্ড রবীন স্টেজ থেকে বিদায় ঘটতে পারে হোস্ট কান্ট্রি ইংল্যান্ড। আর তাতেই সেমির সু্যোগ তৈরি হবে বাংলাদেশ ও পাকিস্তানের।

টুইটারে সাবেক ইংলিশ তারকা পাকিস্তানি সমর্থকদের উদ্দেশ্যে নাসের হুসাইন লিখেছেন,

‘‘সব পাকিস্তান সমর্থকের কাছে আমার প্রশ্ন, রবিবারে ইংল্যান্ড বনাম ভারত মাচে কাকে সমর্থন করবেন?’’

এই পোস্টে রিপ্লে করেছেন আরেক ইংলিশ তারকা কেভিন পিটারসেন,

“নাস, আপনি কাকে সমর্থন দিচ্ছেন?’’

কেভিন পিটারসেনের রিপ্লের জবাব দিতে যেয়ে নাসের হুসাইন বললেন,

“ইংল্যান্ড অবশ্যই কেভি।”

ভারত-পাক দুই দেশের সম্পর্ক অন্য মাত্রা দেয় এই দুই দেশের মধ্যের ক্রিকেট ম্যাচকে। প্রাক্তন ক্রিকেটার থেকে দুই দেশের রাজনৈতিক নেতা, সাধারণ ক্রিকেট প্রেমী জনতা সবারই নজর থাকে সেই ম্য়াচের দিকে। চলতি বিশ্বকাপে সেই ম্যাচ হয়ে গিয়েছে ১০ দিন আগে। কিন্তু তার পরেও ভারত-পাকিস্তান ক্রিকেটিয় সম্পর্ক কে ঘিরে বাজার গরম করার চেষ্টায় বিরতি নেই।

বিশ্বকাপের সেমিফাইনালের রেসে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। টাইগারদের হাতে আছে আর মাত্র দুটি ম্যাচ। শেষ চারের টিকিট পেতে হলে প্রত্যেকটিতে ভালোভাবে জিততে হতে তাদের। একই সমীকরণে পাকিস্তানও! স্বপ্ন বাঁচিয়ে রাখতে কোনো দলের সামনেই জয় ভিন্ন কোনো দরজা খোলা নেই। কার্যত সেমিতে ওঠার দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে উভয় দলকে।

৯৭ প্রতিবেদক

Read Previous

আফগানিস্তানকে নিয়ে বাংলাদেশে বসছে ত্রিদেশীয় সিরিজ

Read Next

শচীন-লারার রেকর্ড ভেঙে দ্রুততম ভিরাট কোহলি

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share