

সাকিব আল হাসান নিজেকে মাঠে আপাদমস্তক নিংড়ে দেওয়ার পরেও তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন ওঠে। চলতি ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে বাংলাদেশের পোস্টারবয়ের সঙ্গী হয়েছিল একগুচ্ছ বিতর্ক। মুখে কিছু বলেননি, তবে চলতি বিশ্বকাপে সাকিব ব্যাটে-বলে দিচ্ছেন দুরন্ত জবাব। ব্যাটে রানের ফোয়ারা, বল হাতে স্পিন বিষে প্রতিপক্ষ ব্যাটসম্যান দিশেহারা। সাবেক ভারতীয় পেসার জহির খান বলছেন বিসিবির সাথে বিতর্কে জড়ানোই সাকিবকে দেয় ভালো খেলার প্রেরণা।
বাংলাদেশ ক্রিকেটে একজন সাকিব আল হাসান যতটা হয়েছেন সমাদৃত ততটাই হয়েছেন সমালোচিত। ক্যারিয়ারের শুরুর দিকে আগ্রাসী সাকিব আর পরবর্তীতে সাকিবকে বুঝতে অক্ষমতাই সাকিবকে ভক্ত-সমর্থকদের চক্ষুশূল করে তোলে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ঘটনা পর্যালোচনায় সাকিকবেই জেতাতে বাধ্য আপনি, তবে রক্তে মাংসে মানুষ বলেই সাকিবও ছিলেননা ভুল ত্রুটির উর্ধে। তার আচরণে অসন্তোষ বিসিবিও নানা সময়ে হয়েছে ক্ষুব্ধ, দিয়েছে শাস্তি।
আইপিএল খেলতে গিয়ে বিশ্বকাপের আগে দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে না পারা, দেশে ফিরে জার্সি পরে আনুষ্ঠানিক ফটো সেশনে না থাকা সসমালোচনার আগুনে দিয়েছে ঘি ঢেলে। বিসিবি সভাপতি সাকিবের এমন আচরণে প্রকাশ্যে জানিয়েছেন অসন্তোষ। গনমাধ্যমেও সাকিবের এমন আচরণ উঠে আসে বেশ নেতিবাচকভাবে।
অথচ আইপিএলে সাইডবেঞ্চে কাটালেও নিজ উদ্যোগে অনুশীলন আর ফিটনেসে ঢেলে দিয়েছেন নিজের সবটুকু। ফিটনেস ঠিক রাখতে জিমে ঘাম ঝরানো সাকিবের ফলতো চলমান বিশ্বকাপে হাতেনাতেই পাচ্ছে বাংলাদেশ। ব্যাটে-বলে শাণ দিতে দেশ থেকে উড়িয়ে নেন নিজের ক্রিকেট গুরু কোচ সালাউদ্দিনকেও।
এরপরও সমর্থকদের পাশাপাশি, বোর্ড কিংবা গণমাধ্যমের এমন আচরণে বেশ ভারাক্রান্ত মন নিয়েই দেশ ছেড়েছেন সাকিব। কতটা কষ্ট পেয়েছেন সাকিব কিংবা তার পরিবার সেটা ঘটনার প্রাসঙ্গিকতায় তার স্ত্রী শিশিরের দেওয়া ফেসবুক স্ট্যাটাস থেকে আরও স্পষ্ট ছিল। আর সেই সাকিবই মাঠে সেরা পারফর্মারদের কাতারে, করছেন একের পর রেকর্ড।

সাকিবের এমন পারফর্মকে ভারতীয় সাবেক পেসার জহির খান বলছেন নিজেকে সমালোচকদের সামনে প্রমাণের তাড়নাই সাকিবকে দুর্দান্ত ফর্মে রাখছে। বিশ্বকাপ উপলক্ষ্যে এক টিভি চ্যানেলে বিশ্লেষকের ভূমিকায় থাকা জহির বিসিবিকে ইঙ্গিত দিয়ে বলেন, “ হতে পারে বোর্ডের সাথে ঝামেলা তাকে তাতিয়ে দেয়। আরও বেশি দায়িত্ব নিতে ও নিজেকে প্রমাণের তাড়না নিজের সবটুকু উজাড় করে দিতে সাহায্য করে। ভালো খেলতে অবশ্যই কিছু না কিছু প্রেরণা লাগে। অনেক সময় সেটা সমালোচনা থেকেও হয়, অতীতে অনেকেকেই সমালোচনাকে প্রেরণায় রুপান্তর করেছে।”