বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ার থাকছেন যারা

আলিম দার
Vinkmag ad

২০১৫ বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচটা এখনও ভুলে যাননি ক্রিকেটপ্রেমীরা। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সেই মহা বিতর্কিত কাণ্ডের পর এবারের বিশ্বকাপে আলিম দারের বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছে বাংলাদেশ। চার বছর পর চলতি বিশ্বকাপের আসরে ইতোমধ্যে আবারও সেই আলিম দারের শিকার হয়েছে বাংলাদেশ। আগামী দুই জুলাই ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচেও থাকছেন আলিম দার!

আগামী ২ জুলাই শীর্ষ চারে ওঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আইসিসির চূড়ান্ত সূচি অনুযায়ী সে ম্যাচে টিভি টিভি আম্পায়ারের দায়িত্বে থাকছেন সেই বিতর্কিত আলিম দার। ওই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। যাদের বিপক্ষে পূর্বেও বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি।

167015

সেদিন মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকবেন শ্রীলংকান আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগে ও প্রোটিয়া মরিস এরাসমাস।

বাংলাদেশের ক্রিকেট দেখেন আর আলিম দারকে চেনেন না, তা কি হয়? বাংলাদেশের একাধিক ম্যাচে এই আম্পায়ার দায়িত্ব পালন করেছেন। তবে ২০১৫ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে বিতর্কিত সিদ্ধান্তে আলোচনায় আসেন এই আম্পায়ার।এ নিয়ে তুলকালাম হয়ে যায় ক্রিকেটবিশ্বে!

পাকিস্তানের এই আম্পায়ার বাংলাদেশের কোনো ম্যাচে যুক্ত হলেই বারংবার ভুল সিদ্ধান্ত দিতে থাকেন। আফগানিস্তানের বিপক্ষে চলমান ম্যাচটির টিভি আম্পায়ার ছিলেন আলিম দার। সেই ম্যাচেও দুটি বিতর্কিত সিদ্ধান্ত এসেছে।

337042 india vs bangladesh700

আফগানিস্তানের বিপক্ষে ক্যাচ আউট হয়েছেন লিটন দাস। সমর্থকদের মতে আউট ছিলেন না লিটন। এদিন তামিম ইকবালের সাথে ওপেন করতে নামেন লিটন দাস। শুরুটা করেছিলেন ও দারুণ। ২ চারে ১৭ বলে ১৬ রান করা লিটন আউট হন ৫ম ওভারের ২য় বলে। মুজিব উর রহমানের বলে শর্টে দাঁড়িয়ে থাকা হাশমতউল্লাহ শহিদি নেন ক্যাচ। অনফিল্ড আম্পায়ার সফট সিগন্যাল দেন আউট। থার্ড আম্পায়ার আলিম দার ভিডিও রিপ্লে দেখে মীমাংসা না অরতে পেরে অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই বলবৎ রাখেন।

এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই।

লিটন দাসের পর এবার বাজে আম্পায়ারিংয়ের শিকার হলেন সৌম্য সরকার। ওপেনিং থেকে পাঁচে নামিয়ে আনা এই বাঁহাতি মুজিবের বলে লেগ বিফোরের শিকার হয়েছেন। যদিও রিভিও নিয়েছিলেন সৌম্য, রিপ্লে দেখে অবশ্য আউটের ঘোষণাই আসে। তবে মাঠের আম্পায়ার আউট না দিলেও পারতেন। টিভি রিপ্লেতে দেখা যায় সৌম্যর লেগ-বিফোরের উইকেট যাচাই করতে যেয়ে থার্ড আম্পায়ার আলিম দার ‘আল্ট্রা-এজ’ না দেখেই সৌম্যকে আউট বলে ঘোষণা দেন। ১০ বলে ৩ রানে সৌম্য ফিরে যান প্যাভিলিয়নে।

D90yexWU8AAAfED e1561386461307

মুজিব উর রহমানের বলে সৌম্যকে এলবিডাব্লিউর সিদ্ধান্ত দিলেন মাঠের আম্পায়ার। রিভিউ নিয়েছিলেন সৌম্য। রিপ্লেতে দেখা যায় বলটি ব্যাটের খুব কাছেই গিয়েছিল। আপাত দৃষ্টিতে মনে হয়েছিল বল ব্যাটেই লেগেছে। কিন্তু আম্পায়ার আলট্রা এজ দেখলেন না। তা না দেখেই সৌম্যকে আউট দিয়ে দিলেন। তাতে প্রশ্নবিদ্ধ হলো হলো আরও একবার আম্পারিং নিয়ে।

৯৭ প্রতিবেদক

Read Previous

ভিডিও ভাইরাল, সমর্থকদের সঙ্গে রাশিদ খানদের এ কেমন আচরণ!

Read Next

নিশাম-গ্র্যান্ডহোমে উদ্ধার হলো নিউজিল্যান্ড

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share