

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে বেশ হম্বিতম্বি করেছিল আফগানিস্তান। সংবাদ সম্মেলনে এসে ‘বাংলাদেশকে হালকা ভাবে নিচ্ছিনা’ বলে দাম্ভিকতা দেখিয়েছিলেন মোহাম্মদ নবি, গুলবেদিন নাইবরা। তবে সাকিব আল হাসানের অনবদ্য অলরাউন্ড পারফরম্যান্সে সে ম্যাচে পাত্তা পায়নি আফগানরা। ম্যাচ শেষে উল্টো তারা শিকার হয়েছেন স্বদেশী সমর্থকদের কটুক্তির। তার জবাব দিতে যেয়েই ঘটেছে বিপত্তি। সমর্থকদের সঙ্গে রাশিদদের অনুচিত আচরণের ভিডিও ইতোমধ্যেই হয়েছে ভাইরাল। রাশিদরা সমালোচিত হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পরাজয়ের পর মাঠ ছেড়ে ড্রেসিংরুমে যাচ্ছিলেন আফগান ক্রিকেটাররা। রাশিদরা ড্রেসিংরুমের সিঁড়ি ধরে উঠতে থাকলে আফগানিস্তানেরই এক সমর্থক ব্যঙ্গ করেছিলেন রাশিদকে। যা পছন্দ হয়নি ওয়ানডে র্যাংকিংয়ে দুই নম্বর অলরাউন্ডারের জায়গা ধরে রাখা রাশিদের।
মেজাজ ধরে রাখতে না পেরে ২০ বছর বয়সী এই ক্রিকেটার কিছুক্ষণ সিঁড়িতে দাঁড়িয়ে আড়চোখে তাকানোর পর নিচে নেমে ছুটে যাচ্ছিলেন ঐ আফগান সমর্থকের দিকে। নিরাপত্তা রক্ষীরা তাকে রুখে দিলেও দূর থেকেই ইশারা করছিলেন ঐ সমর্থককে প্রহার করার।
ইউটিউবে ছড়িয়ে পড়া ঐ ঘটনার ভিডিওর প্রথম ভাগে দেখা যায় ব্যঙ্গ করতে থাকা সমর্থকদের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করেন নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবিরা। সমর্থকদের উদ্দেশ্যে মধ্যাঙ্গুলি প্রদর্শন করেই থেমে থাকেননি তারা, দিয়েছেন অশালীন ইঙ্গিত। যা কোন পেশাদার ক্রিকেটারের আচরণের সাথে যায় না মোটেও।
ঘটনার ভাইরাল হওয়া ভিডিও দেখুনঃ