

সাকিব আল হাসান, ইমরান খানের মত অলরাউন্ডাররা কালে ভদ্রে ক্রিকেট ইতিহাসে আবির্ভূত হয়। এ প্রজাতির ক্রিকেটাররা একের ভেতর অধিক বলে সমাদৃত । তাদের মত ক্রিকেটার একাদশে থাকা মানে দল একজন বাড়তি বিশেষজ্ঞ ব্যাটসম্যান ও বিশেষেজ্ঞ বোলারের সুবিধা পায়। তারা ব্যাট হাতে একাই টেনে নিতে পারেন দলের ইনিংস, বল হাতে প্রতিপক্ষ শিবিরে তুলতে পারেন নাভিশ্বাস! ক্যারিবিয়ান সাবেক পেসার ইয়ান বিশপ বলছেন সাকিবদের দলে চায় যেকেউই তবে দূর্ভাগ্য তারা গাছ থেকে পড়েনা।
বাংলাদেশের কত প্রথম এসেছে তার হাত ধরে তা হিসাব করেও যে বের করা কষ্টসাধ্য। তার ভালো খেলা মানেই যেন রেকর্ড বইয়ে ওলট পালট। একের পর এক মাইলফলক অর্জন হয় সাকিবের নামের পাশে, তিনি ছাড়িয়ে যান নিজেকে, অতীত কিংবদন্তীদের, ক্ষেত্র বিশেষ হয়ে ওঠেন রেকর্ডের একমাত্র মালিক।বছরের পর বছর এক নম্বর অলরাউন্ডার হয়ে ছিলেন, বহু রেকর্ড তার হাত ধরেই দেখেছে বিশ্ব, পারফর্ম করে বহু কিংবদন্তীদের এলিট ক্লাবে ঢুকে পড়েছেন।
এমনিতেই অলরাউন্ডার হিসেবে সাকিবকে ধরার মত কেউ নেই এই মুহুর্তে, তবে চলতি বিশ্বকাপে সাকিব তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বীদের সাথে দূরত্ব নিয়েছেন বহু গুণ বাড়িয়ে। ৬ ইনিংসে ব্যাট হাতে ২ সেঞ্চুরি আর ৩ হাফসেঞ্চুরিতে রান ৪৭৬,আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে, ১০ উইকেট নিয়ে বোলারদের মধ্যে আছেন ৮ নম্বরে।
যেখানে সাকিব ছাড়া যাদের অলরাউন্ডার শ্রেণিতে রেটিং দেয় আইসিসি তাদের কেউই ব্যাটিং বোলিং দুই বিভাগেই দলে সমান তালে রাখতে পারছেননা ভূমিকা। ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস ব্যাট হাতে দলকে সর্বোচ্চ দিয়ে যাচ্ছেন তবে বল হাতে পারছেননা নিজের প্রতি সুবিচার করতে। আর এখানেই সাকিবের সাথে ভিন্নতা অন্যদের, বর্তমান অলরাউন্ডার র্যাংকিংয়ে সাকিবের পরেই আছেন আফগান লেগি রাশিদ খান। অথচ ফর্ম কিংবা পরিসংখ্যান কোনভাবেভাবেই বলবেনা দুজন একই প্রজাতির ক্রিকেটার। চলতি বিশ্বকাপেও নেই ছন্দে, ব্যাট হাতেতো নয়ই নিজের মূল অস্ত্র বোলিংয়েও বিবর্ণ রাশিদ।
অবশ্য সাকিব আল হাসানকে ইমরান খান পরবর্তী যুগেরতো বটেই ক্রিকেট ইতিহাসেরই সেরা অলরাউন্ডার বলা কেবল সময়ের অপেক্ষা। ইতোমধ্যে পরিসংখ্যান আর রেকর্ড বই বলবে ইমরানকে ছাড়িয়ে গেছেন বহু আগে বহুভাবে। নামের পাশে কিংবদন্তী লাগানো যায় এখনই। সাবেক ওয়েস্ট ইন্ডিজ পেসার ইয়ান বিশপ ইমরান-সাকিবকে আলাদা করেছেন সবার থেকে। তাদের মত অলরাউন্ডারদের বাজারে কিনতে পাওয়া যায়না বলেও মত বিশপের।
এ প্রসঙ্গে ৫১ বছর বয়সী এই ক্যারিবিয়ান বলেন, “ সবাই একজন ইমরান খান অথবা সাকিব আল হাসানকে চায় কিন্তু তারাতো আর গাছ থেকে পড়ার মত কেউনা। প্রত্যেক দলই তাদের চায় কিন্তু তাদের বাজারেও কিনতে পাওয়া যায়না। দলের অনেক কিছুই বিশেষজ্ঞদের সংস্পর্শে তৈরি হয় তবে অলরাউন্ডার জিনিসটি এখনও নিজেদের জায়গায় আলাদা।”