
প্রথম দল হিসাবে সেমিফাইনাল খেলা নিশ্চিত করলো অস্ট্রেলিয়া। লর্ডসে ইংল্যান্ডকে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো অ্যারন ফিঞ্চের দল। এর ফলে এখনো বেঁচে রইলো বাংলাদেশের সেমিতে ওঠার স্বপ্ন।
ইংল্যান্ড বিশ্বকাপের যে দুই ম্যাচ হেরেছিলো দুইটিতেই চেজ করেছিলো তাঁরা। তবুও লর্ডসে টসে জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাট করতে পাঠান ইংলিশ দলপতি এউইন মরগান।
অজি দলপতি অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার দলকে এনে দেন দারুণ এক শুরু। এই দুইজনের উদ্বোধনী জুটিতে আসে ১২৩ রান। ৬১ বলে ৫৩ রান করে আউট হন ওয়ার্নার। তিনে নামা উসমান খাজাকে নিয়ে ঠিক ৫০ রানের জুটি গড়েন ফিঞ্চ। ২৩ রান করা খাজাকে বোল্ড করেন বেন স্টোকস।
সেঞ্চুরি পূর্ণ করার পরপরই জফরা আর্চারের প্রথম শিকার হয়ে সাজঘরে ফেরেন অ্যারন ফিঞ্চ। ১১৬ বলে ১১ চার ও ২ ছয়ে ১০০ রান করে থামেন তিনি। এরপর ব্যাটিং বিপর্যয়ের শিকার হয় অজিরা। ২৫০ রান তুলতেই সাজঘরে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল (১২), মার্কাস স্টয়নিস (৮) ও স্টিভ স্মিথ (৩৮)।
শেষমেশ অ্যালেক্স ক্যারির ২৭ বলে অপরাজিত ৩৮ রানের কল্যাণে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান করতে পারে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হয়ে ২ টি উইকেট নেন ক্রিস ওকস।
২৮৫ রান ডিফেন্ড করতে শুরুতেই উইকেট দরকার ছিলো অস্ট্রেলিয়ার। বেহেন্ড্রফ দারুণ এক ইয়র্কারে জেমস ভিন্সকে বোল্ড করে সেই শুরু এনে দেন ২য় বলেই। ইনিংসের চতুর্থ ওভারে ৮ রান করে স্টার্কের বলে আউট হন ফর্মে থাকা জো রুট। স্টার্ক নিজের পরের ওভারে ফেরান মরগানকেও (৪)।
জনি বেয়ারস্টোও বেশীক্ষণ টেকেননি। ৩৯ বলে ২৭ রান করে আউট হন বেহেন্ড্রফের বলে। ৫ম উইকেট জুটিতে হাল ধরেন বেন স্টোকস ও জস বাটলার। ভালো মতোই এগোচ্ছিলেন দুইজন। তবে ২৮ তম ওভারে বাউন্ডারি লাইনে উসমান খাজার দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন ২৫ রান করা বাটলার।
এরপর একা ম্যাচ বাচাতে চেষ্টা চালিয়ে যান বেন স্টোকস। দারুণ মুন্সিয়ানা দেখান রান তোলাতে। মিচেল স্টার্কের করা এক পারফেক্ট ইয়র্কারের জবাব অবশ্য ছিলো না স্টোকসের কাছে। ১১৫ বলে ৮ চার ও ২ ছয়ে ৮৯ রান করে আউট হন স্টোকস।
সেখানেই মূলত শেষ হয় ইংল্যান্ডের জয়ের স্বপ্ন। ইংল্যান্ড এরপর বেশিদূর যেতেও পারেনি। ৪৪.৪ ওভারে ২২১ রান করে অলআউট হয় স্বাগতিকরা। ম্যাচটি অস্ট্রেলিয়া জেতে ৬৪ রানে। ৫ উইকেট নেন বেহেন্ড্রফ।
অস্ট্রেলিয়ার এই জয়ের পর টিকে রইলো বাংলাদেশ সহ ৭ দলের স্বপ্ন। নিউজিল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, উইন্ডিজ, পাকিস্তান ও বাংলাদেশ- এই ৭ দলের মধ্যে ৩ দল সেমিতে সঙ্গী হবে অস্ট্রেলিয়ার।