

গতকাল (২৪ জুন) সাউদাম্পটনের রোজ বোলে যে উইকেটে খেলেছে বাংলাদেশ- ঠিক একই উইকেটে হয়েছে ভারত-আফগানিস্তানের লো স্কোরিং উত্তেজনাপূর্ণ ম্যাচটি। ওই ম্যাচের ব্যবহৃত উইকেট তার উপর এমনিতেই স্লো আর স্পিন বান্ধব, সেক্ষেত্রে আগে ব্যাট করে প্রতিপক্ষকে মাঝারি একটি লক্ষ্য ছুঁড়ে দেওয়াই আদর্শ । গতকাল(২৪ জুন) বাংলাদেশও চেয়েছিল সেটিই, কিন্তু জিততে হত টস। অথচ টস জিতেও আফগান অধিনায়ক বাংলাদেশকে আমন্ত্রণ জানায় ব্যাটিংয়ে, সাকিব আল হাসান বলছেন এমন সিদ্ধান্তে অবাকই হয়েছেন তারা।
মাত্র একদিন আগেই এখানে হয়েছে ম্যাচ, আফাগানিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে ভারত লড়াই করে পুঁজি দাঁড় করায় মাত্র ২২৪। আর লক্ষ্য তাড়ায় এ রানও টপকাতে পারেনি আফগানিস্তান, হেরেছে ১১ রানে। উইকেটের চরিত্র যেখানে স্পষ্ট, সেখানে আফগান কাপ্তান গুলবেদিন নাইব কি বুঝে টস জিতে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশকে কে জানে?
কারণ ধরতে পারেনি সাকিবরাও, বরং গুলবেদিনের এমন সিদ্ধান্ত বাংলাদেশ শিবিরে এসেছে মেঘ না চাইতে বৃষ্টির মত স্বস্তির খবর হয়ে। টস জিতলেই সোজা ব্যাটিং এমন সিদ্ধান্ত যে আগেই নিয়ে রেখেছিল টাইগাররা, টস হেরেও গুলবেদিন করে দিলেন সে সুযোগ। বাংলাদেশ নিল লুফে, কাজে লাগিয়েছে পরিকল্পনা।
ব্যাট হাতে ৫১ রান বল হাতে ৫ উইকেট তুলে নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হওয়া বাংলাদেশ সহ-অধিনায়ক সাকিব আল হাসান এ প্রসঙ্গে বলেন, “ এমন সিদ্ধান্তে আমরা অবাক হয়েছি। এটা আগে ব্যাট করে লক্ষ্য ছুঁড়ে দেওয়ার জন্য আদর্শ উইকেট ছিল কারণ আমরা একটা ব্যবহৃত উইকেটে খেলেছি। তাদের হয়তো বল করাই পরিকল্পনা ছিল। আসলে কেউ লক্ষ্য ছুঁড়ে দিতে পছন্দ করে কেউ তাড়া করতে।”
নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেট পড়তে ভুল করার আফসোস এখনও পোড়ায় বাংলাদেশকে। কিন্তু এবার আর ভুল করেনি বাংলাদেশ, আগে থেকেই লক্ষ্য ঠিক করেছে এখানে ২৪০ জেতার জন্য অনেক রান। আর সে পরিকল্পনা কাজে লাগিয়ে বাংলাদেশ তুলেছে আরও ২২ রান বেশি। মূলত এমন উইকেটে আফগান তিন স্পিনারকে সামলাতে পারাতেই পরিকল্পনা কাজে লেগেছে বলে মত বাংলাদেশের পোস্টারবয় সাকিবের।
উইকেট বুঝে লক্ষ্য ঠিক করা সম্পর্কে রেকর্ডবয় সাকিব আরও যোগ করেন, “সত্যি কথা বলতে এ রানই যথেষ্ট মনে হয়েছে আমাদের। তিনশ-সাড়ে তিনশ রানের উইকেট ছিলনা এটা। ওদের তিনজন ভালোমানের স্পিনার সামলানো সহজ ছিলনা, সেটা পেরেছি। আর এতেই ২৬০(মূলত২৬২) এর মত হয়েছে। আমাদের লক্ষ্য ছিল ২৪০, আমি মনে করি ভালো পরিকল্পনা ছিল। যদি শেষ পর্যন্ত খেলতে পারি রান আরেকটু বেশি হবে আর হয়েছেও সেটা।”