রোজ বোলে বাঁধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি, তবে

ব্রিস্টল বৃষ্টি ৩
Vinkmag ad

আজ সকাল থেকেই সাউদাম্পটনে হাসছে আলোঝলমলে রোদ। অ্যাকুওয়েদার অ্যাপের আবহাওয়া প্রতিবেদন অনুসারে, খুব বেশি হলে মেঘাচ্ছন্ন হতে পারে আকাশ। তবে ম্যাচের সময় বৃষ্টি এসে বাগড়া দেওয়ার আশঙ্কা নেই। হলেও খুবই কম। বিকেলের দিকে আকাশ পরিষ্কার থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ আসতে আসতে কমতে থাকবে।

বৃষ্টি ব্রিস্টল

ইংল্যান্ডের সময় সকাল সাড়ে দশটায় (বাংলাদেশ সময় ৩ঃ৩০) মাঠে গড়াবে এই ম্যাচটি। তবে বিবিসির আবহাওয়া রিপোর্ট বলছে সেখানকার সময় দুপুর ১২টায় ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বেলা ১টার পর আর বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু বিকেল ৫টা পর্যন্ত আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। সন্ধ্যা ৬টার দিকে ফের ম্যাচে হানা দিতে পারে বৃষ্টি। তবে বাকি সময় আর বৃষ্টির সম্ভাবনা নেই।

বিশ্বকাপের দ্বাদশ আসরে নিজেদের প্রথম ছয় ম্যাচে দুটি জয় ও একটি পরিত্যক্তর সুবাদে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে বাংলাদেশ। আফগানিস্তান ম্যাচের পর টাইগারদের শেষ দুটি ম্যাচ ভারত ও পাকিস্তানের বিপক্ষে। সবগুলো ম্যাচেই জিততে পারলে এবং অন্যদের ম্যাচের ফলাফল পক্ষে আসলে সেমির দরজা খুলতে পার তামিম-সাকিবদের জন্য।

ওয়ানডেতে এপর্যন্ত ৭বার আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যার ৪টিতে জয় টাইগারদের, ৩টিতে মেলেনি সাফল্য। তবে বিশ্বকাপে একবারের দেখায় জয়ী দলটির নাম বাংলাদেশ। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে গত আসরে দারুণ জয়টি তুলে নিয়েছিল মাশরাফীর দল। সেই ম্যাচের নায়ক সাকিব এবার আছেন দুর্দান্ত ফর্মে। বিশ্ব আসরের মঞ্চে এক হাজার রানের মাইলফলক থেকে কেবল ৩৫ রান দূরে আছেন। মাশরাফীর সামনেও আছে মাইলফলক। আর ২টি উইকেট পেলেই অধিনায়ক হিসেবে উইকেটের সেঞ্চুরি হাঁকাবেন ক্যাপ্টেন ম্যাশ।

৯৭ প্রতিবেদক

Read Previous

গণমাধ্যমকে ‘বিভ্রান্তি’ ছড়াতে না করলেন রোডস

Read Next

শামির কাছে কৃতজ্ঞ চেতন শর্মা, কন্ঠে ঝরেছে আক্ষেপও

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share