

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের শিরোপা ধরে রাখার মিশন শুরু হচ্ছে রবিবার। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসর শুরু করতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। তবে মাঠে নামার আগে মাঠের বাইরের গুঞ্জনের সাথেও লড়াই করতে হচ্ছে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে। অধিনায়ক কোহলির সাথে কোচ অনিল কুম্বলের দ্বন্দ্ব নাকি অনেক দিনেরই! এরকম অনেক মশলা মিশানো ভিত্তিহীন খবর প্রকাশ করা ভারতীয় গণমাধ্যমদের উপর ক্ষুব্ধ হয়েছেন ভারতীয় দলপতি।
গতকাল গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, কুম্বলের সাথে দ্বন্দ্ব নিরসনে কোহলির সাথে নাকি দেখা করতে গেছেন সৌরভ গাঙ্গুলী এবং তাদের মধ্যে মধ্যস্ততা করছেন। কিন্তু এই খবরটি যে ভুল সেটি ‘দাদা’ নিজেই বলেছেন। নিজেদের প্রথম ম্যাচের আগের দিন ভারতের অধিনায়ক পরিষ্কার জানিয়ে দেন, ‘প্রধান কোচের সাথে তার কোনও ঝামেলা নেই। মানুষজন ড্রেসিংরুমের ব্যাপারে অনেক বেশি গুঞ্জন ছড়াচ্ছে এবং লিখছে। তবে এইসব তো ভিত্তিহীন। এসব শুনতে খুব অবাক লাগছে। আমাদের মধ্যে একেবারেই কোন সমস্যা নেই।’
এরপরের গণমাধ্যমকর্মীদের মধ্যে একজন সরাসরি কোচ কুম্বলের সাথে তার অভিজ্ঞতা জানতে চাইলে কোহলির স্পষ্ট উত্তর, ‘আমাদের পথচলা সুন্দর ছিল এবং আমাদের মধ্যে সম্পর্ক ভালো।’ ভারতীয় অধিনায়ক আরও যোগ করেন, ‘মতামতের মধ্যে মিল-অমিল থাকা স্বাভাবিক। এরকম নিজেদের বাসার মধ্যেও হয়ে থাকে। সবাই কোন কিছুতে সহমত নাও হতে পারে।’
চ্যাম্পিয়ন্স ট্রফির মত একটা টুর্নামেন্টের মধ্যে এসব ঘটনা দলের জন্য সুফল বয়ে আনবে না। সৌরভ গাঙ্গুলীর মত কোহলিও ভারতীয় গণমাধ্যমদের জটিল করে কোন কিছু প্রকাশ করতে নিষেধ করেছেন। সাংবাদিকদের প্রতি অধিনায়কের পরামর্শ, ‘যা আপনাদের জানা নেই তা নিয়ে শুধুশুধু গুঞ্জন ছড়াবেন না। আমরা এখন শুধু ক্রিকেটেই মনোযোগ দিচ্ছি।’