

গ্রুপ পর্বের ৯ ম্যাচের ৬ টি ইতোমধ্যে খেলে ফেলেছে আফগানিস্তান। সেখানে ১ টি তেও জয় না পাওয়া আফগানিস্তানের হারাবার কিছু নেই। অন্যদিকে ৬ ম্যাচের ২ টি জিতে ও বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচ থেকে ১ পয়েন্ট পেয়ে সেমির দৌড়ে এখনো আছে বাংলাদেশ। নিজেরা তো বাদ হয়েছেনই, বাংলাদেশকেও বিপদে ফেলতে চান আফগান অধিনায়ক।

সোমবার (২৪ জুন) বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন আফগান অধিনায়ক গুলবেদিন নাইব। সেখানে তিনি এক সাংবাদিককে উদ্দেশ্য করে হিন্দিতে বলেন, ‘হাম তো ডুবে হে সানাম, তুমকো লেকার ডুবেঙ্গে’। বাংলাতে এর অর্থ দাঁড়ায়- আমি তো ডুবেই গেছি, এখন তোমাকে নিয়েই ডুববো।
নাইব অবশ্য বাংলাদেশ দলকে প্রাপ্য সম্মান ঠিকই দিয়েছেন, ‘আমার মনে হয় বাংলাদেশের বিপক্ষে আমরা ব্যাপারগুলো সহজভাবে নিতে পারি না। তাঁরা ভালো দল এবং বড় মঞ্চে তাঁরা নিজেদেরকে প্রমাণ করেছে।’
নিজের দল সম্পর্কে তিনি বলেন, ‘তবে আমার দল সম্পর্কে যেটা বলবো এটা সহজ কোন দল নয়। প্রথম চার বা পাঁচ ম্যাচ আমরা খুব খারাপ খেলেছি। কিন্তু আমরা ধীরে ধীরে উন্নতি করছি। আশা করছি আগামীকাল আমাদের দিন হবে। প্রথম তিন-চার ম্যাচে আমরা ভালো খেলতে ব্যর্থ হয়েছি। উইকেট এবং সারফেস ভিন্ন ছিল যা আমরা আশা করিনি।’
সাউদাম্পটনে যে উইকেটে ভারতের বিপক্ষে খেলেছিল আফগানিস্তান সেই উইকেটেই খেলবে বাংলাদেশের বিপক্ষে। এতে হাসি চওড়া হয়েছে নাইবের- ‘এটা খুবই ভালো উইকেট আমাদের জন্য। এটা ঠিক এশিয়ান উইকেটের মতো যেখানে বল টার্ন করে। যদি উইকেট স্পিনারদের সাহায্য করে তাহলে আমাদের বিপক্ষে জেতা যেকোন দলের জন্য কঠিন হবে, শুধু বাংলাদেশের জন্য না।’
আলাদা করে সাকিব আল হাসানের কথা বলেছেন নাইব, ‘সাকিব আল হাসান বাংলাদেশ দলের অন্যতম সেরা ক্রিকেটার। সে রাশিদফ খান, মোহাম্মদ নবিদের সাথে আইপিএলে খেলে। যদি কালকে তার দিন হয় তবে তাঁকে থামানো কঠিন হবে। কিন্তু যদি দিনটি আমাদের হয় তাহলে এটা যেকারো জন্য কঠিন হবে, শুধু সাকিবের জন্য না।’