

সাকিবের সাথে দ্বিতীয় স্পিনার হিসেবে দলকে বিশ্বকাপে নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। আজ(২৩জুন) অনুশীলনে সাব্বির রহমানের শটে মাথায় আঘাত পান তরুণ এই অফ স্পিনার। তবে স্বস্তির খবর আঘাত খুব একটা গুরুতর নয়, কাল মাঠে নামবেন বলেও বিশ্বাস টিম ম্যানেজমেন্টের।

৬ ম্যাচে ৫ পয়েন্ট পাওয়া বাংলাদেশের সেমির স্বপ্ন এখনও শেষ হয়ে যায়নি। বাকী তিন ম্যাচ কিংবা অন্তত দুটো জিতলেও অন্যান্য দলের জয় পরাজয়ের সমীকরণে টিকে আছে শেষ চারের স্বপ্ন। তবে সেক্ষেত্রে ম্যাচ জিতে নিজেদের কাজটা করে রাখতে হবে ঠিকঠাক। আর সে লক্ষ্যেই আজ সাউদাম্পটনে আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে দল বেঁধে অনুশীলনে ঘাম ঝরান টাইগাররা। কাল(২৪ জুন) এখানেই গুলবাদিন নাইবের আফগানিস্তানের মুখোমুখি হবে টিম বাংলাদেশ।
রোজ বোলের সেন্টার উইকেটে ব্যাট করছিলেন সাব্বির রহমান, একপাশে টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছিলেন তরুণ অফ স্পিনার মেহেদী মিরাজ। হঠাৎই সাব্বির রহমানের একটি শট এসে আঘাত হানে দলের অন্যতম নিয়মিত সদস্য মিরাজের মাথায়। মাঠেই লুটিয়ে পড়েন মিরাজ, তবে সময় গড়ানোর সাথে সাথে স্বাভাবিকভাবেই উঠে দাঁড়ান, ইতোমধ্যে সেবা দিয়ে সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করেন ফিজিও থিহান চন্দ্রমোহন।

আঘাত গুরতর না হওয়ায় দ্রুত স্বাভাবিক হন টুর্নামেন্টে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে পাঁচ উইকেট নেওয়া মিরাজ। দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানালেন, উঠে ব্যাটিং অনুশীলন করতেও চান এই অফ স্পিনার। অবশ্য ফিজিও ও ম্যানেজারের নিষেধে অনুশীলন না করে বিশ্রামেই যান মিরাজ।
পরে ম্যাচ পূর্ববর্তী দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে দলের প্রধান কোচ স্টিভ রোডসও জানালেন মিরাজকে নিয়ে শঙ্কার কিছু নেই। এ প্রসঙ্গে এই ইংলিশম্যান বলেন,” আমারতো মনে হয় ভালো আছে। ফিজিও চন্দ্রমোহন তার দেখভাল করেছে। দেখে ঠিকঠাকই মনে হচ্ছে। তবে মূল ব্যাপারতো ফিজিও ভালো বলতে পারবে।”