

বাংলাদেশের সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে চোটের কারণে খেলেননি মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন সৈকত। স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন বাম কাঁধের চোট থেকে দ্রুতই সেরে উঠছেন। সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে খেলার জন্যও পুরোপুরি ফিট তিনি। তবে সাইফউদ্দিনের খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি।
অফস্পিন-অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের ফেরা একরকম নিশ্চিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, ম্যাচে তার শূন্যতা অনুভব করেছেন। কাল যদি সেরা একাদশে মোসাদ্দেক ফিরেন, তাহলে জায়গা ছাড়তে হবে সাব্বির রহমানের।
এখনো পর্যন্ত বাংলাদেশ দলের বেশিরভাগ ম্যাচই হয়েছে তুলনামূলক বেশি শক্তির দলের সঙ্গে। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়ার তুলনায় আগামীকালের ম্যাচে টাইগারদের সামেন আফগানিস্তান অবশ্যই দূর্বল। এই যে দূর্বল তকমা! এটা বাংলাদেশের জন্য হতে পারে বাড়তি চাপ! তাই আফগানিস্তানের বিরুদ্ধে সাবধান থাকবে টিম বাংলাদেশ।
মোসাদ্দেকের বদলি হিসেবে গত ম্যাচে মাঠে নামেন সাব্বির রহমান। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। ক্যাচ হাতছাড়া ও রানআউট মিসের সঙ্গে ব্যাট হাতেও ব্যর্থ হন এ হার্ডহিটার।
নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে জানা যায় টন্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ থেকে হ্যামস্ট্রিংয়ে চোট বয়ে বেড়াচ্ছেন সাইফউদ্দিন। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কাউকে কাউকে আবার জানানো হয় চোট আসলে পিঠে।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আকরাম খান নিশ্চিত করেন যে, পেস অলরাউন্ডার সাইফুদ্দিন পিঠের চোট থেকে এখনও সেরে ওঠেননি।
‘মোসাদ্দেকের পরের ম্যাচ খেলার সম্ভাবনা অনেক বেশি। সাইফউদ্দিনেরটা এখনও ফিফটি ফিফটি অবস্থায় আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যত তাড়াতাড়ি সম্ভব, ফেরানোর চেষ্টা করছি। ট্রিটমেন্ট চলছে। আশা করি ঠিক হয়ে যাবে। কাঁধে যে সমস্যা আগে ছিল, সেটাই।’