

কি ব্যাট হাতে, কি নেতৃত্বে- পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদের সময়টা যাচ্ছে খুবই খারাপ। তার উপর অক্রিকেটীয় কারণেও হচ্ছেন নানাভাবে বিদ্রুপের শিকার। ফিটনেস ইস্যুতে দেশে বিদেশে হচ্ছেন দারুণ সমালোচিত, ভারত ম্যাচ উইকেটে পেছনে দাঁড়িয়ে হাই তুলে সে আগুনে দিয়েছেন ঘি ঢেলে। এবার তার সেই হাই কান্ডকে পুঁজি করে বিজ্ঞাপনই বানিয়ে ফেলল ভারতীয় আয়ুর্বেদিক কোম্পানি, বিজ্ঞাপনে স্পষ্টই পাকিস্তানের জার্সিতে সরফরাজের হাই তোলা কার্টুন ।
চলতি বিশ্বকাপে পাঁচ ম্যাচে তিন পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে তালিকার নয় নম্বর অবস্থানে। সেমির দৌড়ে টিকে থাকলেও পাকিস্তানের জন্য কাজটা হবে বেশ কঠিনই। কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচে হেরেই পাকিস্তান দল দেশটির সমর্থকদের মনে ভিলেন রূপেই জায়গা পেয়েছেন। এই নিয়ে বিশ্বকাপে দুদলের সাতবারের দেখায় সাতবারই পরাজিত দলের নাম পাকিস্তান।
পাকিস্তানিদের কাছে এটা ছিল মর্যাদার লড়াই, বিশ্বকাপ জয়ের চেয়েও ভারত বধেই তাদের তৃপ্তি যে বেশি। একদিকে ভারতের বিপক্ষে ম্যাচ হার অন্যদিকে ওই ম্যাচে উইকেটের পেছনে দাঁড়ানো সরফরাজের ঝিমানো। বেশ ভালোভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে পাকিস্তান দলপতির হাই কান্ড।
এমনিতেই ক্রিকেটের মত খেলায় উইকেট রক্ষক থাকেন সবচেয়ে বেশি ব্যস্ত। প্রতি বলেই তার মনযোগ থাকতে হয় গভীর অথচ ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেই কিনা উইকেটের পেছনে দাঁড়িয়ে পাকিস্তান কাপ্তান ঘুমের দেশে তলিয়ে যেতে চাচ্ছেন। ফিটনেস নিয়ে এমনিতেই কম কথা শোনেননা সরফরাজ, ওই ঘটনার পর হয়েছেন আরও বেশি সমালোচিত।
এতটুক পর্যন্ত ঠিকই ছিল, তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতে যখন তার সেই হাই কান্ড উঠে আসে কোন বিজ্ঞাপন চিত্রে তা অতিরঞ্জিতই বলতে হয়। আর এমনটাই ঘটিয়েছে ভারতের অন্যতম বিখ্যাত আয়ুর্বেদিক কোম্পানি ডাবর। ডাবর ইন্ডিয়া তাদের ফেসবুকে পেজে একটি কাফ সিরাপের বিজ্ঞাপন পোস্ট করে। পোস্টে সরফরাজের হাই তোলা সেই ছবির কার্টুনের পাশাপাশি তারা ক্যাপশনে লিখে, “গুরুত্বপূর্ণ মুহুর্তে ঝিমালে তার খেসারত দিতে হয়। এই সিরাপে অযথা ঘুম আসবেনা।”
মাঠের ক্রিকেটে বাজে সময়, ফিটনেস নিয়ে নানা সমালোচনা, ব্যাটে হাতেও নাজুক সময় যাওয়া সরফরাজ ভিনদেশী কোন পন্যের বিজ্ঞাপনে এমন নেতিবাচকভাবে উঠে আসা তার খারাপ সময়ের চূড়ান্ত রুপই বলতে হয়। আজ(২৩ জুন) লর্ডসে সেমির স্বপ্ন টিকিয়ে রাখতে দক্কিণ আফ্রিকার বিপক্ষে আবশ্যকীয় জয়ের ম্যাচে সরফরাজ কি পারবে সমালোচনা দূরে ঠেলে ভিন্ন কিছু দেখাতে, সময়ই বলে দিবে।