ব্র্যাথওয়েট বন্দনায় মুখরিত টুইটার

BRATHWAITE
Vinkmag ad

উইন্ডিজদের স্বপ্ন যখন প্রায় ডুবে যাচ্ছিল, তখন একাই অতল থেকে সে স্বপ্ন তুলে আনার চেষ্টা করেছেন কার্লোস ব্র্যাথওয়েট। শেষ পর্যন্ত তিনি পারলেন না। হতাশায় তাঁর শরীরটাও যেন মাটিতে হেলে পড়তে চাইল! তবে ম্যাচ হারলেও হারেননি এ ক্যারিবিয়ান। যেভাবে বুক চিতিয়ে লড়াই করেছেন তা বহু দিন মনে রাখবে ক্রিকেট ভক্তরা।

291134

২৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা নিউজিল্যান্ডের কাছে ৫ রানে হারল। এ জয়ে অপরাজিত নিউজিল্যান্ড ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেল। তবে এসব হিসাব এক পাশে রেখে এ ম্যাচে সবাই মনে রাখবে ব্র্যাথওয়েটের অমন দাপুটে, বুক চিতিয়ে লড়াই করা ব্যাটিংটাই। টুইটারে প্রশংসায় ভাসছেন ব্র্যাথওয়েট।

এমন বীরত্বের জন্যে; ক্রিকেটের জনপ্রিয় তারকারা থেকে শুরু করে সমর্থকরাও মেতেছেন তার বন্দনায়।

291135

https://twitter.com/M_Ishaque_Here/status/1142542245805076480

 

 

 

 

97 Desk

Read Previous

লিটনের জন্য খুশি মিঠুন, নিজেকেও প্রস্তুত রাখছেন

Read Next

দুঃসময়ের চূড়ান্ত পর্যায়ে সরফরাজ, বিজ্ঞাপন বানালো ডাবর!

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share