লিটনের জন্য খুশি মিঠুন, নিজেকেও প্রস্তুত রাখছেন

মিঠুন
Vinkmag ad

গত নিউজিল্যান্ড সফর থেকে মিডল অর্ডারে দিয়েছেন আস্থার প্রতিদান, তবে বিশ্ব মঞ্চে দেখাতে পারেননি প্রত্যাশার ছিটেফোঁটাও । ফলাফল পড়লেন বাদ , তার জায়গায় সুযোগ পাওয়া লিটন দাস খেললেন অসাধারণ ইনিংস, আছেন ছন্দেই। মোহাম্মদ মিঠুন বলছেন লিটনের সুযোগ পেয়ে ভালো করাকে দেখছেন ইতিবাচক হিসেবে, প্রয়োজন পড়লে নিজের সেরাটা দিতেও নিজেকে রাখছেন প্রস্তুত। অস্ট্রেলিয়া নয় মিঠুনের চোখে আফগানিস্তান ম্যাচই কঠিন, দিয়েছেন ব্যাখ্যাও।

IMG 0845
ছবিঃ বিসিবি

নিউজিল্যান্ড সফরে সাকিব আল হাসানের অনপুস্থিতিতে মিডল অর্ডার সামলেছেন বেশ ভালোভাবে। স্রোতের বিপরীতে বোল্ট, সাউদি, ফার্গুসনদের গতি আর বাউন্স সামলেছেন দুর্দান্তভাবে। তিন ম্যাচ সিরিজের দুটোতে খেলেই তুলে নিয়েছেন টানা দুই ফিফটি, ওই পারফরম্যান্সই তাকে জায়গা দেয় বিশ্বকাপ দলেও। মাঝে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দুবার ব্যাট হাতে নেমে খেলেছেন চল্লিশোর্ধ্ব একটি ইনিংসও।

বিশ্বকাপে ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বর পজিশনে তার খেলা ছিল নিশ্চিতই, তবে সামর্থ্যের দেখাতে পারেননি কিছুই। তিন ম্যাচে সর্বসাকুল্যে ৪৭ রান, ওদিকে ত্রিদেশীয় সিরিজ, প্রস্তুতি ম্যাচ মিলিয়ে বেশ ছন্দে ছিলেন লিটন। টিম কম্বিনেশনে জায়গাই হচ্ছিলনা একাদশে। মিঠুনের বাজে ফর্ম জায়গা দিল একাদশে, সুযোগ কাজে লাগালেন দু হাত ভরে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে জয়ের দিন সাকিবে সাথে খেলেছেন ৯৪ রানের নান্দনিক ইনিংস, ভালো শুরু করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষেও। ফলে সামনের ম্যাচগুলোয় মিঠুনের খেলা হচ্ছেনা অনেকটা নিশ্চিতই। মিঠুন নিচ্ছেন ব্যাপারটিকে ইতিবাচকভাবে, “আমি এটিকে ইতিবাচকভাবে নিচ্ছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ে লিটন ভালো অবদান রেখেছে, অস্ট্রেলিয়া ম্যাচেও ভালো ব্যাটিং করছিল। এটা দলের জন্যও ভালো। আমার কাজ হচ্ছে নিজেকে প্রস্তুত রাখা। প্রয়োজনে যেকোন সময় আমাকে আবার ডাকা হতে পারে। সেভাবে অনুশীলন করছি, যেন সেরাটা দিতে পারি।”

অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয়ের প্রত্যাশা করেছিল বাংলাদেশ সমর্থকরা, তবে আগামী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়টাকে ধরে নিয়েছে অনুমেয়ে হিসেবেই। মোহাম্মদ মিঠুন বলছে এ জায়গাটাতেই অস্ট্রেলিয়া ম্যাচের চাইতে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, “আফগানিস্তান ম্যাচে আরও সচেতন থাকতে হবে। কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলে আপনারাও মেনে নিবেন, তারা আমাদের থেকে উপরের দল। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে সবাই আশা করছে আমরা ম্যাচটা জিতি। প্রত্যেকটা ম্যাচই আমরা জেতার জন্য নামি তবে এ ম্যাচটায় আমাদের আরও সাবধান থাকতে হবে।”

আফগানিস্তানের মূল শক্তি স্পিন, দলে আছে রাশিদ খান, মোহাম্মদ নবি, মুজিব উর রহমানের মত ভালো মানের স্পিনার। তবে স্পিন খেলতে অভ্যস্ত বাংলাদেশের জন্য সমস্যা হবেনা বলে মনে করেন এই ব্যাটসম্যান। ব্যাটসম্যান ছন্দে থাকলে স্পিন পেস কোন বিষয় না উল্লেখ করে মিঠুন যোগ করেন, “স্পিনতো বাংলাদেশ সবসময়ই ভালো খেলে। যদিও ওদের কিছু বিশ্বমানের স্পিনার আছে, তবে ব্যাটসম্যান যখন ছন্দে থাকে পেসার হোক স্পিনার হোক খেলতে খুব একটা সমস্যা হয়না।”

৯৭ ডেস্ক

Read Previous

শামির হ্যাটট্রিক, কাছে যেয়েও পারলো না আফগানিস্তান

Read Next

ব্র্যাথওয়েট বন্দনায় মুখরিত টুইটার

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share