
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে হেরে একটু কোণঠাসা হয়ে পড়েছে স্বাগতিক ইংল্যান্ড। বিশ্বকাপে নিজেদের সেমিফাইনাল খেলার আশা জিইয়ে রাখতে পরবর্তী ৩ ম্যাচের অন্তত ২ টিতে জিততেই হবে ইংলিশদের। যেখানে তাঁদের প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। কাজটি সহজ নয় মোটেও। এমতাবস্থায় কেভিন পিটারসেনের ইটের বদলে পাটকেল ছুড়েছেন শেন ওয়ার্ন।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের পর এক টুইট করেছিলেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেন। তিনি লিখেছিলেন- ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ গতকাল ৩৩৩ রান করেছে। তার মানে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪০০ রান করবে। তাই আমি মনে করি অস্ট্রেলিয়ার সুযোগ নেই। অজিদের এখন বিশ্বকাপ বাদ দিয়ে অ্যাশেজের জন্য প্রস্তুত হওয়া উচিত।’
Bangladesh got 333 versus Australia yesterday which means England will get over 400 against them, therefore cancelling out their chances.
Aussies should just hop on Qantas already and go prep for The Ashes.
— Kevin Pietersen🦏 (@KP24) June 21, 2019
পরে এক ক্ষুদে লেগ স্পিনারের ভিডিও তে কেভিন পিটারসেন লেখেন- ‘ কেমন শেন ওয়ার্ন? দেখে মনে হলো গুগলিও করতে পারে।’
How cool is this @ShaneWarne? Looks like he has a googly too! 🥰 https://t.co/2zxonxPE4u
— Kevin Pietersen🦏 (@KP24) June 21, 2019
সেই টুইটের রিপ্লাই শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচের পর দিলেন সাবেক অজি লেগ স্পিনার শেন ওয়ার্ন। তিনি লেখেন- ‘অসাম। দারুণ করেছে, সে বল করতে পারে। এখন বলো তোমার ক্রিকেট দল সম্পর্কে। ইংল্যান্ডের জন্য আরেকটি হেঁচকি, নাকি…? আমি মনে করি অজিরা ও ভারত এখন বিশ্বকাপ জেতার জন্য ফেভারিট।’
Awesome mate, well done ! He can bowl 👍
Now, what about your cricket team ? Another hiccup for England or ??? Mmmmmm ! Aussies & India gone to favourites now I reckon ! https://t.co/aY2ZLBnKev— Shane Warne (@ShaneWarne) June 21, 2019