সাউদাম্পটনের পথে বাংলাদেশ, সঙ্গে একরাশ স্বপ্ন

Vinkmag ad

বাংলাদেশ দলের নটিংহাম পর্ব শেষ। একরাশ স্বপ্ন নিয়ে টাইগার’রা যাচ্ছে সাউদাম্পটনে। আগামী ২৪ জুন সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের সপ্তম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তাই নটিংহাম ছেড়ে এখন সাউদাম্পটনে বাংলাদেশ ক্রিকেট দল।

195523ban kalerkantho pic

ইংল্যান্ডের স্থানীয় সময় দুপুর ১২টায় সাউদাম্পটনের উদ্দেশে রওনা দেয় মাশরাফি বাহিনী। নটিংহাম পার্ক প্লাজা হোটেল থেকে বাসে করে সাউদাম্পটন যায় বাংলাদেশ। সাউদাম্পটন পৌঁছাতে প্রায় সাড়ে ৩ঘন্টা লাগবে টাইগারদের।

ছয়টি ম্যাচ খেলে ফেলেছে টাইগারা। এখন বাকি রয়েছে তিনটি ম্যাচ। সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই তিন ম্যাচে জিততে হবে বাংলাদেশকে। বাকি তিন ম্যাচ আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের বিপক্ষে।

বাংলাদেশ ১ 1

৬ খেলায় দুটি জয়, তিনটি হার ও একটি পরিত্যক্ত ম্যাচের কারণে বর্তমানে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে বাংলাদেশ। সেমিফাইনালে খেলার লক্ষ্য কিছুটা কঠিনই হয়ে গেছে টাইগারদের জন্য। কারণ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা প্রথম চার দল সেমিফাইনালে পথে অনেকাংশে এগিয়ে গেছে। অস্ট্রেলিয়া ১০, নিউজিল্যান্ড ৯, ইংল্যান্ড ৮ ও ভারত ৭ পয়েন্ট সংগ্রহে রেখেছে।

আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না বাংলাদেশ। আর নিজেদের পরিকল্পনার ছকে আফগানিস্তানের বিপক্ষে জয় ছিলো বাংলাদেশের টার্গেট। ওয়ানডে ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলে ৪টিতে জয় ও ৩টিতে হারের স্বাদ নিয়েছে বাংলাদেশ। অবশ্য সর্বশেষ দেখায় জয় আছে বাংলাদেশের। গেল সেপ্টেম্বরে আবু ধাবিতে এশিয়া কাপের সুপার ফোরে আফগানদের ৩ রানে হারিয়েছিলো টাইগাররা।

সাকিব বাংলাদেশ

বিশ্বকাপের মঞ্চে একবার দেখাও হয়েছিলো বাংলাদেশ-আফগানিস্তানের। ২০১৫ সালে ক্যানবেরাতে পুল ‘এ’র ম্যাচে আফগানিস্তানকে হেসেখেলে হারিয়েছিলো বাংলাদেশ। ১০৫ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতেছিলো মাশরাফিবাহিনী। আফগানিস্তানের ম্যাচের পর বাংলাদেশের পরের দু’টি ম্যাচ ২ ও ৫ জুলাই। প্রতিপক্ষ যথাক্রমে ভারত-পাকিস্তান।

97 Desk

Read Previous

মাশরাফির মাথায় সেমি-ফাইনালের যে হিসাব

Read Next

শ্রীলঙ্কার জয়ে বদলে গেলো টুর্নামেন্টের সমীকরণ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share