

নটিংহ্যামের ট্রেন্টব্রিজ স্টেডিয়ামের মাইলফলক ছোঁয়ার ম্যাচে আরেকবার ইতিহাস রাঙাতে প্রস্তুত বাংলাদেশ। ট্রেন্টব্রিজ আজ পঞ্চাশ তম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ আয়োজন করতে যাচ্ছে। বিশ্বকাপে প্রতিপক্ষ ছাড়াও বৃষ্টি একটা বড় চিন্তার কারণ। তবে সুখবর হলো আবহাওয়া প্রতিবেদন অনুযায়ী আজ বাংলাদেশ-অস্ট্রেলিয়ায় ম্যাচে বৃষ্টির তেমন আশঙ্কা নেই। টিম বাংলাদেশ ট্রেন্টব্রিজে গ্রাউন্ডে এসে পৌঁঁছেছে দুপুর ১ঃ৫০ এর দিকে। টস হবে বিকাল ৩টায়।
Trent Bridge hosts its 50th One Day International today. How many iconic moments from the past 45 years can you remember?@bracecricket looks ahead to today's #AUSvBAN clash 👉 https://t.co/g51W78YfQk pic.twitter.com/UHqPpio70H
— Nottinghamshire CCC (@TrentBridge) June 20, 2019
আজ সকাল থেকেই ট্রেন্টব্রিজে হাসছে আলোঝলমলে রোদ। অ্যাকুওয়েদার অ্যাপের আবহাওয়া প্রতিবেদন অনুসারে, খুব বেশি হলে মেঘাচ্ছন্ন হতে পারে আকাশ। তবে ম্যাচের সময় বৃষ্টি এসে বাগড়া দেওয়ার আশঙ্কা নেই। হলেও খুবই কম। বিকেলের দিকে আকাশ পরিষ্কার থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ আসতে আসতে কমতে থাকবে।
Trent Bridge looking 👌 ahead of #AUSvBAN!#CWC19 pic.twitter.com/tqNFHRNLwC
— Cricket World Cup (@cricketworldcup) June 20, 2019
বিবিসিসহ নটিংহ্যামের সবকটি আবহাওয়া পূর্বাভাস ঘেঁটে দেখা গেছে, আজকের মত কালও নটিংহ্যামের আকাশে মেঘ থাকবে। তবে একদম মেঘের ঘনঘটা থাকার সম্ভাবনা কম।
পূর্ভাবাসে বৃষ্টির কথা বলা যে নেই, তাও নয়। আছে। ৬% বৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ আছে আবহাওয়া রিপোর্টে। তার মানে বৃষ্টি হয়ত ম্যাচ পন্ড করার মত করে হানা দেবে না । তবে ছোটখাট হলেও একটা হুমকি আছে। এখন শেষ মুহূর্তে ওই হুমকির মাত্রা বেড়ে গেলে ভিন্ন কথা। না হয় অতি নাটকীয় পরিবর্তন না ঘটলে ব্রিস্টলের মত নটিংহ্যামের ট্রেন্টব্রিজেও বৃষ্টিতে খেলায় বিঘ্ন ঘটারা সম্ভাবনা কম।
অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি সবসময় বাংলাদেশের জন্য ছিল সৌভাগ্য (পয়া)! ২০১৫ বিশ্বকাপ ও ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে বৃষ্টিবাধায় হয়নি দুই দলের খেলা। তাতে ভীষণ উপকৃত হয়েছিলেন মাশরাফিরা। তবে এবার বৃষ্টি হলে খুব একটা লাভ নেই। কাঙ্ক্ষিত বিজয়ই টাইগারদের সেমিফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে দিতে পারে।