ট্রেন্টব্রিজের মাইলফলক, সুখবর দিচ্ছে আবহাওয়া

বাংলাদেশ 2
Vinkmag ad

নটিংহ্যামের ট্রেন্টব্রিজ স্টেডিয়ামের মাইলফলক ছোঁয়ার ম্যাচে আরেকবার ইতিহাস রাঙাতে প্রস্তুত বাংলাদেশ। ট্রেন্টব্রিজ আজ পঞ্চাশ তম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ আয়োজন করতে যাচ্ছে।  বিশ্বকাপে প্রতিপক্ষ ছাড়াও বৃষ্টি একটা বড় চিন্তার কারণ। তবে সুখবর হলো আবহাওয়া প্রতিবেদন অনুযায়ী আজ বাংলাদেশ-অস্ট্রেলিয়ায় ম্যাচে বৃষ্টির তেমন আশঙ্কা নেই। টিম বাংলাদেশ ট্রেন্টব্রিজে গ্রাউন্ডে এসে পৌঁঁছেছে দুপুর ১ঃ৫০ এর দিকে। টস হবে বিকাল ৩টায়।

 

আজ সকাল থেকেই ট্রেন্টব্রিজে হাসছে আলোঝলমলে রোদ। অ্যাকুওয়েদার অ্যাপের আবহাওয়া প্রতিবেদন অনুসারে, খুব বেশি হলে মেঘাচ্ছন্ন হতে পারে আকাশ। তবে ম্যাচের সময় বৃষ্টি এসে বাগড়া দেওয়ার আশঙ্কা নেই। হলেও খুবই কম। বিকেলের দিকে আকাশ পরিষ্কার থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ আসতে আসতে কমতে থাকবে।

বিবিসিসহ নটিংহ্যামের সবকটি আবহাওয়া পূর্বাভাস ঘেঁটে দেখা গেছে, আজকের মত কালও নটিংহ্যামের আকাশে মেঘ থাকবে। তবে একদম মেঘের ঘনঘটা থাকার সম্ভাবনা কম।

 

পূর্ভাবাসে বৃষ্টির কথা বলা যে নেই, তাও নয়। আছে। ৬% বৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ আছে আবহাওয়া রিপোর্টে। তার মানে বৃষ্টি হয়ত ম্যাচ পন্ড করার মত করে হানা দেবে না । তবে ছোটখাট হলেও একটা হুমকি আছে। এখন শেষ মুহূর্তে ওই হুমকির মাত্রা বেড়ে গেলে ভিন্ন কথা। না হয় অতি নাটকীয় পরিবর্তন না ঘটলে ব্রিস্টলের মত নটিংহ্যামের ট্রেন্টব্রিজেও বৃষ্টিতে খেলায় বিঘ্ন ঘটারা সম্ভাবনা কম।

অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি সবসময় বাংলাদেশের জন্য ছিল সৌভাগ্য (পয়া)! ২০১৫ বিশ্বকাপ ও ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে বৃষ্টিবাধায় হয়নি দুই দলের খেলা। তাতে ভীষণ উপকৃত হয়েছিলেন মাশরাফিরা। তবে এবার বৃষ্টি হলে খুব একটা লাভ নেই। কাঙ্ক্ষিত বিজয়ই টাইগারদের সেমিফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে দিতে পারে।

৯৭ প্রতিবেদক

Read Previous

মিথ্যা তথ্য দিয়ে নিষিদ্ধ হলেন মুম্বাইয়ের পেসার

Read Next

ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়েও হারলো বাংলাদেশ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share