শোয়েব-সানিয়ার ‘সিসা বার’ কান্ড, মিডিয়াকে নিলেন একহাত!

Vinkmag ad

পাকিস্তান ক্রিকেট আর বিতর্ক যেন সমার্থক শব্দ। আর সে বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে শোয়েব মালিক। অভিযোগ উঠেছে ভারত ম্যাচের আগেই সতীর্থ ও পরিবারের সাথে সময় কাটিয়েছেন সিসা বারে, তোপে পড়েছেন তার স্ত্রী সানিয়া মির্জাও। মালিক বলছেন অভিযোগ মিথ্যা, পাকিস্তান মিডিয়াকে নিয়েছেন একহাত।

Shoaib Malik Baby

পাকিস্তানি ক্রিকেটাররা নানা সময়ে নানাভাবে সৃষ্টি করেছেন বিতর্ক। তবে ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দলটির অলরাউন্ডার শোয়েব মালিককে নিয়ে কাদা ছোঁড়াছুড়ি হয়েছে খুব কমই। নিরঙ্কুশ ব্যক্তিত্ব দিয়ে মানুষের মনে আলাদা জায়গা করে নেওয়া মালিককেই এবার সইতে হচ্ছে কটু কথা। ভারত ম্যাচের আগে সতীর্থ ইমাদ ওয়াসিম , ওয়াহাব রিয়াজের সাথে তার স্ত্রীকেও নাকি দেখা গেছে সিসা বারে।

ভারতের বিপক্ষে ম্যাচে হারার পরেই বেশ বড় আকার ধারন করে বিষয়টি। পাকিস্তান মিডিয়ার দাবি সিসা বারে উপস্থিত আমজনতাই মালিকদের দেখে ভিডিও করে রাখে যা পরবর্তীতে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও পাকিস্তানি মিডিয়ায়। একেতো ভারত ম্যাচে দলের হার, তার উপর মালিক আউট হয়েছে শূন্য রানে যা টুর্নামেন্টে তার দ্বিতীয় শূন্য, এর আগের ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষেও খালি হাতে ফেরেন মালিক।

আসরে এখনো পর্যন্ত তিন ম্যাচে ব্যাট হাতে রান ৮, বল হাতে উইকেট একটি। ফলে ওল্ড ট্রাফোর্ডে সিসা কাহিনী বেশ ভালোভাবেই সামনে আসে মালিকের, তাকে দাঁড় করানো হয় কাঠ গড়ায়। তবে মালিক যারপরানই অস্বীকার করে গেছেন বিষয়টি। পাকিস্তানি মিডিয়াকে একহাত নিয়ে মালিক বলেন, “ মানুষের বিশ্বাসের জায়গা নষ্ট করার জন্য পাকিস্তান মিডিয়াকে কবে আমাদের আদালতগুলো জবাবদিহিতার আওতায় আনবে? এটা সত্যি দুঃখজনক আন্তর্জাতিক ক্রিকেটে ২০ বছরের বেশি সময় দলকে সেবা দিয়েও ব্যক্তি জীবন নিয়ে ব্যাখ্যা দিতে হচ্ছে। প্রকাশ্যে আসা ভিডিওগুলো ১৫ জুন নয় ১৩ জুনের। ”


এদিকে তার স্ত্রী সানিয়া মির্জাও তার সন্তানকে নিয়ে সিসা বারের যাওয়ায় পড়েছেন সমালোচনার মুখে। নিজে ভারতীয় টেনিস তারকা, একজন অ্যাথলেট ও মা হয়েও কীভাবে বাচ্চাকে নিয়ে ক্ষতিকর সিসা বারে যান সানিয়া এমন প্রশ্ন ছুঁড়ে টুইট করেছে পাকিস্তানি অভিনেত্রী বীণা মালিক।

জবাবে সানিয়া দিয়েছেন কড়া জবাব, নিজেকে পাকিস্তান দলের পুষ্টিবিদ না ও মা হিসেবে নিজের কর্তব্যে সচেতন উল্লেখ করে সানিয়া টুইটারে লিখেন, “ বীণা আমি আমার সন্তানকে নিয়ে সিসা বারে যাইনি। আর এটা তোমার কিংবা পৃথিবীর অন্য কারো চিন্তার বিষয় নয়। আমি মনে করি আমার সন্তানের যত্নের ব্যাপারে আমার চাইতে অন্য কেউ বেশি সচেতন নয়। আর আমি পাকিস্তান দলের পুষ্টিবিদ নই। এমনকি তাদের মা কিংবা শিক্ষক, অধ্যক্ষও নই।”

৯৭ ডেস্ক

Read Previous

সাকিবকে আটকাতে অস্ট্রেলিয়া আনলো ‘গোপন অস্ত্র’

Read Next

রেস্টুরেন্টে আফগান ক্রিকেটারের হাতাহাতি, মধ্যস্থতায় পুলিশ!

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share