আফগান’দের উড়িয়ে শীর্ষে ইংল্যান্ড

ENG AFG
Vinkmag ad

আফগানদের উড়িয়ে টেবিলের শীর্ষে ইংলিশরা। বিশ্বকাপের ২৪তম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৫০ রানে হেরে আসরে টানা পঞ্চম হারের স্বাদ গ্রহণ করলো আফগানিস্তান। ইংল্যান্ডের দেয়া ৩৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান করতে সক্ষম হয় আফগানরা। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেন হাসমতউল্লাহ শহিদি।

290906

পাঁচ ম্যাচে চতুর্থ এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে ইংল্যান্ড। সমান পয়েন্ট নিয়েও রানরেটে পিছিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। ৭ পয়েন্ট করে নিয়ে রান পার্থক্যে যথাক্রমে তিনে নিউজিল্যান্ড আর চারে ভারত। তবে তারা একটি করে ম্যাচ কম খেলেছে। সেখানে পাঁচ ম্যাচে ৫ পয়েন্টে টেবিলের পাঁচে বাংলাদেশ।

এর আগে টস জিতে ব্যাট করে  ইয়ন মরগানের ৭১ বলে ১৪৮, জনি বায়েস্ট্রোর ৯০ ও জো রুটের ৮৮ রানের ওপর ভর করে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৯৭ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

৩৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভার ও জোফরা আর্চারের প্রথম ওভারের দ্বিতীয় বলে বোল্ড হয়ে শূন্য রানে ফেরেন আফগান ওপেনার নুর আলি জাদরান। বাজে পারফরম্যান্সের কারণে দলে জায়গা পাননি হজরতউল্লাহ জাজাই। বড় লক্ষ্য তাড়া করতে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন অধিনায়ক গুলবাদিন নায়েব।

২৮ বলে ৩৭ রান করে ঝড়ো ইনিংসের আভাস দিয়ে মার্ক উডের করা বলে জস বাটলারের তালুবন্দী হয়ে দলীয় ৫২ রানে ফেরেন গুলবাদিন। তার আউটের পর আসগর আফগান ও ওয়ানডাউনে ব্যাট করতে নামা রহমত শাহ চাপে পড়া আফগানকে টেনে তোলার দায়িত্ব নিয়ে দেখে-শুনে ব্যাট করা শুরু করেন। কিন্তু দলীয় ১০৪ রানের মাথায় ব্যক্তিগত ৪৬ রান করে

ইংল্যান্ডের বোলারদের মধ্যে জোফরা আর্চার ও আদিল রশিদ ৩টি এবং মর্ক উড ২টি উইকেট শিকার করেন।

97 Desk

Read Previous

অজি গতি তারকাদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত সাকিব

Read Next

সাকিবকে আটকাতে অস্ট্রেলিয়া আনলো ‘গোপন অস্ত্র’

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share