অজি গতি তারকাদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত সাকিব

featured photo updated 6
Vinkmag ad

চলতি ইংল্যান্ড বিশ্বকাপে রানের ফোয়ারা ছুটেই চলছে বাংলাদেশের পোস্টারবয় সাকিব আল হাসানের ব্যাটে। ৪ ম্যাচে দুই ফিফটি আর দুই সেঞ্চুরিতে এখনও পর্যন্ত টুর্নামেন্ট সর্বোচ্চ ৩৮৪ রান। বাংলাদেশের খেলা চার ম্যাচেই প্রতিপক্ষের মূল অস্ত্র ছিল পেস, যেখানে দলগুলোও ছিল শক্তিমত্তায় বেশ এগিয়ে। তাদের বিপক্ষে রান পাওয়ায় আত্মবিশ্বাসী সাকিব, বলছেন বৃহস্পতিবার (২০ জুন) অস্ট্রেলিয়া পেসারদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তিনি।

সাকিব 3
ছবিঃ ক্রিকেট৯৭

দুর্দান্ত ফর্মে থাকা নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিবই বাংলাদেশের ব্যাটিংয়ের নেতৃত্বে আছেন চলমান বিশ্বকাপে। তার কাঁধে চড়েই গতকাল (১৭ জুন) টনটনে ক্যারিবিয়ানদের ছুঁড়ে দেওয়া রান পাহাড় সহজেই টপকে সেমির স্বপ্ন টিকিয়ে রেখেছে বাংলাদেশ। টুর্নামেন্টে শুরুর আগে ছিল ভয়, ইংলিশ কন্ডশিনে পেসারদের কতটুকু সামলাতে পারবে বাংলাদেশ?

টুর্নামেন্টের এ পর্যায়ে বাংলাদেশ এ জায়গায় পেয়ে যাবে লেটার মার্কই। যেখানে সাকিবের অবদান অসামান্য, দক্ষিণ আফ্রিকার রাবাদা, এনগিডি থেকে জফরা আর্চার, ওকস, ট্রেন্ট বোল্ট, শেলডন কটরেল, থমাস, গ্যাব্রিয়েলদের সামলিয়েই টুর্নামেন্ট সর্বোচ্চ রানের মালিক। সাকিবের পাশাপাশি নায়ক হওয়া মুশফিক, সৌম্য, লিটনরাও দিয়েছেন বার্তা, পেস আক্রমণ সামলাতে পারবেন ঠিকঠাক।

সেমির টিকিট কাটতে হলে বাংলাদেশকে জিততে হবে বাকী চার ম্যাচের অন্তত তিনটিতে, যেখানে বৃহস্পতিবার নটিংহ্যামে পরের ম্যাচ অজিদের বিপক্ষে। অজিদের হারালে সেমির পথ হবে মসৃন, হারলে অসম্ভব কঠিন। এমন পরিস্থিতিতে সাকিব কি প্রস্তুত স্টার্ক, প্যাট কমিন্সদের সামলাতে? সাকিব বলছেন ইতোমধ্যে দিয়ে দিয়েছেন বার্তা,” শেষ চার ম্যাচে আমরা সেরা কজন পেসারকে সামলেছি। প্রতি ম্যাচে, প্রতি দলেই অন্তত দুজন বোলার ছিল যারা ১৪০ এর বেশি গতিতে নিয়মিত বল করে, এবং আমরা তাদের ভালো জবাবই দিয়েছি।”

ক্যারিবিয়ানদের বিপক্ষে অসাধারণ জয়ে চনমনে অবস্থায় টিম বাংলাদেশ। ২০০৫ সালে কার্ডিফের সেই ঐতিহাসিক জয়ই অজিদের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের এখনও একমাত্র জয়। নটিংহ্যামে বিশ্বকাপ লড়াইয়ে টিকে থাকার গুরুত্বপূর্ণ ম্যাচে দ্বিতীয় জয় আসবে কিনা সময়ই বলে দিবে। তবে এর আগে সাকিব বলছেন দল হিসেবে তারা বেশ দক্ষ, প্রয়োজন শুধু নিজেদের কাজটা ঠিকভাবে করা।

অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ উতরাতে প্রস্তুত টাইগার শিবির উল্লেখ করে সাকিব আরও যোগ করেন,” আমি মনে করি আমাদের শুধু নিজেদের কাজটা ঠিকঠাক করতে হবে। আমরা যথেষ্ট দক্ষ এবং তাদের চ্যালেঞ্জের পাল্টা জবাব দেওয়ার সামর্থ্য আমাদের আছে।”

৯৭ ডেস্ক

Read Previous

টুইটারে রাশিদ খানকে নিয়ে হাস্যরস

Read Next

আফগান’দের উড়িয়ে শীর্ষে ইংল্যান্ড

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share