

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবার আগেই র্যাংকিংয়ের ছয়ে উঠে এসেছিলো বাংলাদেশ। তবে তা বেশীদিন স্থায়ী হলো না। গতকাল(২ জুন, ২০১৭) আইসিসি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে র্যাংকিংয়ের হালনাগাদ করেছে। সেখানে বাংলাদেশের অবস্থান সাতে। এর আগে সাতে থাকা শ্রীলঙ্কা উঠে এসেছে ছয়ে।
মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেরেই র্যাংকিংয়ে পিছিয়ে পড়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের রেটিং এখন ৯২। শ্রীলঙ্কা ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে এগিয়ে আছে বাংলাদেশের থেকে।
বাংলাদেশের যদিও আজই র্যাংকিংয়ের ছয়ে ওঠার সুযোগ আছে। সেক্ষেত্রে যেই ওভালে বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে হেরে রেটিং পয়েন্ট খুইয়েছে সেই ওভালেই আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারতে হবে শ্রীলঙ্কাকে।

যথারীতি র্যাংকিংয়ের ১ম তিন অবস্থানে আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত। ৪ ও ৫ নম্বর জায়গা দখল করেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। পাকিস্তান র্যাংকিংয়ের ৮ম এবং ওয়েস্ট ইন্ডিজ নবম দল।