

প্রতিটি ম্যাচের পর পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সের জন্য দলের কাউকে না কাউকে পাঠাতে হয় (আবশ্যক)। তবে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচের পর পোস্ট ম্যাচ প্রেসে কাউকে পাঠাতে চায়নি শ্রীলঙ্কা। ধারণা করা হচ্ছিলো এই ঘটনার জন্য আইসিসি শ্রীলঙ্কা দলের ওপর শাস্তি আরোপ করবে বা ব্যান করবে। তবে মুচলেকা দিয়ে পার পেয়েছে শ্রীলঙ্কা।

এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসলসি (শ্রীলঙ্কা ক্রিকেট) বলেছে, ‘শ্রীলঙ্কা আনন্দের সঙ্গে বিভিন্ন মিডিয়া রিপোর্টের বিপরীতে জানাচ্ছে যে, শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ম্যাচের পর (১৫ জুন, ২০১৯) পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে উপস্থিত না থাকার জন্য আইসিসি শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করেনি।
শ্রীলঙ্কা শনিবারের এই ঘটনা নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা করেছে। এবং আইসিসিকে আশ্বস্ত করেছে টুর্নামেন্টে এমন ঘটনা আর ঘটবে না।
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড লঙ্কান টিম ম্যানেজমেন্টকে উপদেশ দিয়েছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে আইসিসির নিয়ম কানুন মেনে চলতে।’
Sri Lanka Cricket says no sanctions for the team by the ICC, over its non-participation in the post-match media conference on Saturday. SLC has assured that a similar situation will not occur going forward in the tournament. pic.twitter.com/F9YUVRosQ1
— Azzam Ameen (@AzzamAmeen) June 17, 2019