মুচলেকা দিয়ে পার পেলো শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা 1
Vinkmag ad

প্রতিটি ম্যাচের পর পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সের জন্য দলের কাউকে না কাউকে পাঠাতে হয় (আবশ্যক)। তবে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচের পর পোস্ট ম্যাচ প্রেসে কাউকে পাঠাতে চায়নি শ্রীলঙ্কা। ধারণা করা হচ্ছিলো এই ঘটনার জন্য আইসিসি শ্রীলঙ্কা দলের ওপর শাস্তি আরোপ করবে বা ব্যান করবে। তবে মুচলেকা দিয়ে পার পেয়েছে শ্রীলঙ্কা।

290588
ছবিঃ সংগ্রহীত

এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসলসি (শ্রীলঙ্কা ক্রিকেট) বলেছে, ‘শ্রীলঙ্কা আনন্দের সঙ্গে বিভিন্ন মিডিয়া রিপোর্টের বিপরীতে জানাচ্ছে যে, শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ম্যাচের পর (১৫ জুন, ২০১৯) পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে উপস্থিত না থাকার জন্য আইসিসি শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করেনি।

শ্রীলঙ্কা শনিবারের এই ঘটনা নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা করেছে। এবং আইসিসিকে আশ্বস্ত করেছে টুর্নামেন্টে এমন ঘটনা আর ঘটবে না।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড লঙ্কান টিম ম্যানেজমেন্টকে উপদেশ দিয়েছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে আইসিসির নিয়ম কানুন মেনে চলতে।’

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

সাকিব-লিটনে সহজেই রান পাহাড় টপকালো টাইগাররা

Read Next

চেনা ছন্দে ফিরতে রুমের মধ্যেই অনুশীলন!

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share