টুইটারই ডিলিট করে দিবেন বেন স্টোকস!

কোহলি 1
Vinkmag ad

ভিরাট কোহলি আগ্রাসী ক্রিকেটার। ভারতীয় অধিনায়ক দলের বিভিন্ন সাফল্যের মুহূর্ত উদযাপন করেন আগ্রাসী ভঙ্গিতে। তাতে অনেক সময়ই তার লিপরিডিং করে লোকে মনে করে তিনি বেন স্টোকস বলছেন। আর এমন টুইটে সয়লাব টুইটার।

ভিরাট কোহলি আসলে কি বলেন তা জানেন বেন স্টোকস। তাই বারবার কোহলি বেন স্টোকস বলেছে এমন কথায় তিনি বিরক্ত। ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন সময়ে এক টুইট করে তা জানান স্টোকস।

টুইটে স্টোকস লেখেন- ‘আমি হয়তো টুইটার ছেড়েই দিব যেন কোনো টুইট বার্তায় আমার পড়তে না হয় সে  বেন স্টোকসের মত বলছে (যেখানে সে তা বলছে না)। ভিরাট কি বলে তা তো আপনারা জানেন। এমন টুইট শুরুর ১ লাখ বার উপভোগ্য ছিলো।’

এটা নিয়ে টুইটারে পড়েছে হাসির রোল।

৯৭ ডেস্ক

Read Previous

‘বাংলাদেশের বিপক্ষে আন্ডারডগ হতেও আপত্তি নেই’

Read Next

‘ধারাভাষ্য শুনে উইকেট বোঝা সহজ নয়’

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share