

ভিরাট কোহলি আগ্রাসী ক্রিকেটার। ভারতীয় অধিনায়ক দলের বিভিন্ন সাফল্যের মুহূর্ত উদযাপন করেন আগ্রাসী ভঙ্গিতে। তাতে অনেক সময়ই তার লিপরিডিং করে লোকে মনে করে তিনি বেন স্টোকস বলছেন। আর এমন টুইটে সয়লাব টুইটার।
ভিরাট কোহলি আসলে কি বলেন তা জানেন বেন স্টোকস। তাই বারবার কোহলি বেন স্টোকস বলেছে এমন কথায় তিনি বিরক্ত। ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন সময়ে এক টুইট করে তা জানান স্টোকস।
টুইটে স্টোকস লেখেন- ‘আমি হয়তো টুইটার ছেড়েই দিব যেন কোনো টুইট বার্তায় আমার পড়তে না হয় সে বেন স্টোকসের মত বলছে (যেখানে সে তা বলছে না)। ভিরাট কি বলে তা তো আপনারা জানেন। এমন টুইট শুরুর ১ লাখ বার উপভোগ্য ছিলো।’
I may delete Twitter just so I don’t have to see another tweet reading “He’s saying Ben Stokes”(when he’s clearly not😆)in reply to a video of Virat saying you know what 🤦♂️🤦♂️it was funny the first 100,000 times.
— Ben Stokes (@benstokes38) June 16, 2019
এটা নিয়ে টুইটারে পড়েছে হাসির রোল।
Ben Stokes knows 😂 pic.twitter.com/qKO5GdjI2y
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 16, 2019
BEN STOKES???
Why is he shouting Ben Stokes ??😂😂😂😂😂😂😂
— Rahul Bhandari (@rahulbandari766) June 16, 2019
Ben Stokes! pic.twitter.com/8BRCgTH9Wa
— O C I U S – G R A P H I C S (@ociusgraphics) June 16, 2019
He can’t even say Ben stokes properly. #Shame https://t.co/68vz2xg0Gt
— Siddharth (@Actor_Siddharth) June 16, 2019
Gotta say @jatinsapru is one of the most professional cricket hosts. Really professional. I remember when @RanveerOfficial mentioned “Ben stokes” during the mid show and he contained himself professionally. #INDvPAK
— Prashant Mishra (@prashantmish115) June 16, 2019
😂“I feel so proud when india takes a wicket because each time they take a wicket, Virat Kohli takes my name. You can find that out by reading his lips” – Ben Stokes pic.twitter.com/0a9uoe2yKc
— Jaaved Jaaferi (@jaavedjaaferi) June 12, 2019