নেই চিড়, মুশফিকের ‘সফট টিস্যু ইনজুরি’

mushfiqur
Vinkmag ad

উইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে গতকাল টাইগার শিবিরে আসে দুঃসংবাদ।  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে অনুশীলনে চোটাক্রান্ত হয় মুশফিকুর রহিম।  এক্স-রে করা হয়েছে তাঁর।  মিলেছে স্বস্তির খবর, মুশফিকের হাতে কোনো চিড় ধরে পড়েনি।  তবে কালকের ম্যাচে মুশফিকের মাঠা নামার সিদ্ধান্ত এখন পর্যন্ত পরিষ্কার হয়নি।  আজ বিকেলে টনটনে বাংলাদেশ দলের অনুশীলন শেষে জানা যাবে মুশফিকের খেলার সিদ্ধান্ত।

290541 1

শনিবার নেটে ব্যাটিংয়ের সময় চোট পেয়েছেন বাংলাদেশ দলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান।  এক্স-রে করা হয়েছে তাঁর।  হঠাৎ নেটে পাওয়া এ চোট কতটা তাঁকে কতটা ভোগাবে আরেকটু অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

অনুশীলনের সময় ডান হাতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের করা একটি বল মুশফিকের ডান হাতে আঘাত হানে।  এতে চোট পেয়ে সঙ্গে সঙ্গে মাঠ থেকে বেরিয়ে যান তিনি।  এরপর আর অনুশীলন করতে পারেননি মুশফিক।

মুশফিক
ছবিঃ ক্রিকেট৯৭

সোমবার ইংল্যান্ডের টনটনে বিশ্বকাপের প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা।

৯৭ প্রতিবেদক

Read Previous

বাংলাদেশের হয়ে খেলতে চান নেট বোলার তাহমিদ

Read Next

‘অনেক সময় এখানে অ্যাক্টিং করতে হয়’

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share