রিজার্ভ ডে না রাখার কারণ ব্যাখ্যা আইসিসির

ব্রিস্টল বৃষ্টি ১
Vinkmag ad

চলমান ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে বৃষ্টি যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। টুর্নামেন্ট শুরুর এ পর্যায়েই পরিত্যক্ত হয়েছে তিনটি ম্যাচ, যা বিশ্বকাপ ইতিহাসেরই রেকর্ড। এমন ভরা বর্ষায় বিশ্বকাপ আয়োজন তবুও নেই রিজার্ভ ডে, বেশ সমালোচনার মুখে পড়া আইসিসি এবার দিয়েছেন এর জবাব।

290568

পরিত্যক্ত হওয়া তিন ম্যাচের একটি আবার বাংলাদেশের। গতকাল (১১ জুন) ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশ ধরে রেখেছিল জয় হিসেবেই। সেমিফাইনালের টিকিট পেতে যে জয় বেশ গুরুত্বপূর্ণ ছিল। বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচ পয়েন্ট ভাগাভাগিতেই হয় নিষ্পত্তি।

রিজার্ভ ডে না থাকায় বাংলাদেশ কোচ স্টিভ রোডসতো আইসিসিকে নিয়ে করেছেন রসিকতাও। দেশে বিদেশে মিডিয়ায় হয়েছে সমালোচনা, তবে আইসিসি এর প্রেক্ষিতে দিয়েছে নিজস্ব ব্যাখ্যা। এক বিবৃতিতে আইসিসি প্রধান নির্বাহী বলছেন রিজার্ভ ডে বাড়িয়ে দিত টুর্নামেন্ট দৈর্ঘ্য, যা আয়োজকদের ফেলতো বেশ বিপাকেই।

তবে মূল কারণ হিসেবে ডেভ রিচার্ডসন দেখিয়েছেন ম্যাচ আয়োজনের সাথে সংশ্লিষ্ট স্টাফ ও সম্প্রচারকারী দলের সূচী ভোগান্তিকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রিজার্ভ ডে রাখা হলে উইকেট তৈরিতে পড়তো প্রভাব। দলগুলোর যাত্রা সূচীতেও ঝামেলা পোহাতে হত। সবচেয়ে বড় কথা টুর্নামেন্ট সংশ্লিষ্ট স্টাফ, ভলেন্টিয়ার, ম্যাচ অফিসিয়ালদের সংখ্যা বাড়াতে হত অনেক বেশি, যাদের থাকার জায়গা হয়ে পড়তো সঙ্কুলান। এছাড়া টিভি সম্প্রচারের দায়িত্বে থাকাদের লজিস্টিক সাপোর্ট পেতেও ভোগান্তি হত।’

images 16
ডেভ রিচার্ডসন

রিচার্ডসনের ভাষ্যমতে গ্রুপ পর্বে রিজার্ভ ডে না রাখাতে কাজ করেছে দর্শকদের নিয়ে ভাবনাও। দর্শকদের সমস্যার কথা তুলে ধরে আইসিসি প্রধান নির্বাহী জানান, ‘দর্শকদের কি হতো? তারা আজ এক ভেন্যুর ম্যাচ দেখতে টিকিট কেটেছে, কাল হয়তো অন্য ভেন্যুর। রিজার্ভ ডে থাকলে তাদের দেশব্যাপি খেলা দেখার পরিকল্পনায় তৈরি হত সমস্যা। এছাড়া অনেকে এক জায়গায় খেলা দেখার উদ্দেশ্যে হয়তো হোটেল বুকিংসহ নানা কার্যক্রম সম্পন্ন করেছে যা রিজার্ভ ডে থাকলে এলোমেলো হত। এছাড়া রিজার্ভ ডে তেও যে বৃষ্টি হবেনা এমনটাও নিশ্চিত করে বলার উপায় নেই।’

গ্রুপ পর্বে রিজার্ভ ডে না থাকলেও থাকছে নক আউট পর্বে। আইসিসির প্রধান নির্বাহীর যুক্তি গ্রুপ পর্বে রিজার্ভ ডে থাকা মানেই ম্যাচ সংশ্লিষ্ট স্টাফের সংখ্যা দ্বিগুণ বাড়ানো। যা সারা ইংল্যান্ড ভ্রমণ করে ক্রিকেটের এই মেগা আসর আয়োজনে আনতো অতিরিক্ত ঝক্কিঝামেলা। ফলে সামগ্রিক দিক বিবেচনায় রিজার্ভ ডে রাখা হয়েছে কেবল নক আউট স্টেজেই।

৯৭ প্রতিবেদক

Read Previous

দাপুটে শুরুর পর অজিদের ভুতূড়ে শেষ

Read Next

ক্ষণে ক্ষণে রঙ বদলানো ম্যাচে হারলো পাকিস্তান

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share