

নির্ধারিত সময় দূরে থাক, প্রায় চার ঘণ্টা অতিবাহিত হতে চললেও টসই করা যায়নি। বাংলাদেশ সময় ৩.৩০ মিনিটে মাঠ পর্যবেক্ষণের কথা ছিল আম্পায়ারদের। নতুন করে বৃষ্টি ফেরায় সেটিও সম্ভব হয়নি। পরের মাঠ পর্যবেক্ষণ ৬ঃ৩০ এ ছিলো। দুই আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও রিচার্ড কেটেলব্রো নির্ধারিত বাংলাদেশ সময় ৬ঃ৩০ এ পিচ পরিদর্শনে নামতে পারেনি বৃষ্টির কারণে। তারপর ৬ঃ৪৫’এ এসে ম্যাচ রেফারি ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করেছে।
ব্রিস্টলে আজ শ্রীলংকার বিপক্ষে মাঠে নামার আগে জয় ছাড়া কিছুই ভাবেনি না বাংলাদেশ দল। টানা দুটি ম্যাচে হেরে জয়ের জন্য মুখিয়ে ছিলো সাকিব’রা। ওদিকে চোখ রাঙিয়েছে বৃষ্টি। মঙ্গলবার সকাল থেকেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বইছে ঝড়ো হাওয়া।বৃষ্টিতে আজকের ম্যাচ গেছে পন্ড হয়ে।
আজ ব্রিস্টলের সারাদিনই থেমে থেমে চলছে বৃষ্টি, আর তাতে ম্যাচ পন্ড হওয়ার শঙ্কাই বেশি। আবার ইংল্যান্ডের আবহাওয়ার যে কিছুক্ষন পর পরই রঙ পালটায়, তাতে খেলা কিছু হলেও হতে পারে। সমর্থকরা তো অবশ্যই, বাংলাদেশ দলও মনেপ্রানে চাইছিলো খেলাটা হোক। কিন্তু ভাগ্য যেন সহায়ক হলো না।
প্রথম তিন ম্যাচের একটিতে জিতে সেমি ফাইনালে যেতে হলে শেষ ছয় ম্যাচে অন্তত চারটি জয় টাইগারদের। এই ম্যাচে তাই জয় ভিন্ন কিছু ভাবতেই পারছেনা টাইগাররা। তবে ব্রিস্টলের আবহাওয়া পূর্বাভাস বলছে বৃষ্টির বাঁধায় পন্ড হয়ে গেল ম্যাচটি, দারুন হুমকির মুখে পড়ে গেল বাংলাদেশের সেমি ফাইনাল স্বপ্ন।
বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়ের পর উইনিং কম্বিনেশন আর ভাঙেনি বাংলাদেশ। একই একাদশ নিয়ে খেলেছে টানা তিন ম্যাচ।