

ব্রিস্টলে আবহাওয়া অনুকূলে থাকলে বাংলাদেশ সময় ৩ টা ৩০ মিনিটে মাঠে নামার কথা বাংলাদেশ ও শ্রীলঙ্কার। এই ম্যাচের আগেই দুঃসংবাদ শুনেছেন লঙ্কান দলের অভিজ্ঞ পেসার লাসিথ মালিঙ্গা। ম্যাচ শেষেই শ্রীলঙ্কার বিমান ধরতে হবে তাকে।

এসএলসি (শ্রীলঙ্কা ক্রিকেট) এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কার বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচ খেলেই লঙ্কান শিবির ছাড়বেন। মালিঙ্গার শাশুড়ি মারা গিয়েছেন। সে লঙ্কান শিবিরে আবার যোগ দিবেন শ্রীলঙ্কার পরবর্তী ম্যাচের আগে। ১৫ তারিখে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা।’
Lasith Malinga will leave the team following Sri Lanka’s World Cup Game against Bangladesh, which will be played today, as his Mother-In-Law has passed away.
He is expected to join the team, before the team’s next #CWC19 game, which will be played against Australia on 15th.— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) June 11, 2019
The remains of late Mrs. Kanthi Perera lie at the Barney Raymond Funeral Home at Colombo 08 and the funeral will take place on Thursday, 13th June at the Borella Cemetery. #RIP
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) June 11, 2019
Lasith Malinga will leave the team following Sri Lanka’s World Cup Game against Bangladesh, which will be played today, as his Mother-In-Law has passed away.The player is expected to join the team, before the Australia match – SLC
— Azzam Ameen (@AzzamAmeen) June 11, 2019