সাকিবের সামনে চন্দরপল-শেবাগের পাশে বসার সুযোগ

সাকিব চন্দরপল শেবাগ
Vinkmag ad

ইনজুরি শঙ্কায় ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব আল হাসান মাঠে নামতে পারবেন কিনা নিশ্চিত নয়। আর মাঠে নামার অবস্থায় থাকলেও ব্রিস্টলের আবহাওয়া ম্যাচটি হতে দিবে কিনা সেটা নিয়েও রয়েছে সংশয়। তবে যদি খেলা মাঠে গড়ায় ও সেখানে খেলতে নামেন সাকিব, তবে তা এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে থেকেই নামবেন। তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসাবে ৬ হাজারি ক্লাবে প্রবেশ করার হাতছানি সাকিবের সামনে। আজ সেটা পূর্ণ হলে বসবেন চন্দরপল-শেবাগের পাশের সিটে। 

সাকিব ৩ 1
ছবিঃ ক্রিকেট৯৭

দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার ওয়ানডেতে ৬০০০ রানের মাইলফলক পূর্ণ করতে ব্যাট করতে হয়েছিল ১২৩ ইনিংস। ১৩৬ ইনিংস ব্যাট করে ৬০০০ রান পূর্ণ করেছিলেন ভারতের ভিরাট কোহলি। ১৪১ ইনিংস লেগেছিলো ক্যারিবীয় কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডসের। সমান ১৪৭ ইনিংস ব্যাট করা লেগেছিলো ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও সাবেক প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের।

দ্রুততম ৬০০০ ওয়ানডে রান পূর্ণ করা সেরা ৫ এরাই। গেলবছরের ২৩ জানুয়ারি ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলার সময় ৬ হাজারি ক্লাবে প্রবেশ করেন তামিম ইকবাল। জাভেদ মিয়াদাদের সঙ্গে যৌথভাবে ২৭ তম অবস্থানে তামিম ইকবাল (দ্রুততার বিচারে)। দুজনেরই ৬০০০ রান পূর্ণ করতে লেগেছিলো ১৭৫ ইনিংস।

২০১ ওয়ানডে খেলে তার ১৮৯ ইনিংসে ব্যাট করা সাকিব আল হাসানের রান সাকুল্যে ৫৯৭৭। ৬০০০ রান থেকে আর মাত্র ২৩ রান দূরে আইসিসি অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে ১ নম্বরে থাকা সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামলে ব্রিস্টলেই এই মাইলফলক স্পর্শ করে ফেলতে পারেন সাকিব।

এমনিতে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন সাকিব। শেষ ৭ ওয়ানডে ইনিংসে তার রান যথাক্রমে ৬৫, ৬১*, ২৯, ৫০*, ৭৫, ৬৪ ও ১২১। এর মধ্যে শেষ তিন ম্যাচ চলমান বিশ্বকাপের। দুই ফিফটি ও ১ সেঞ্চুরি নিয়ে এখন অব্দি (প্রতিবেদন লেখার সময়) টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিক সাকিব আল হাসান।

147554 117766

১৯০ ইনিংসে ৬০০০ রান পূর্ণ করতে পারলে সাকিব হবেন শিবনারায়ন চন্দরপল ও বীরেন্দর শেবাগের সাথে যৌথভাবে ৩৫ তম (দ্রুততম)। চন্দরপল ২০০৬ ও শেবাগ ২০০৮ সালে এই মাইলফলক স্পর্শ করেছিলেন।

গতকাল (১০ জুন) অবসর নেওয়া যুবরাজ সিং, দুই লঙ্কান কুমার সাঙ্গাকারা ও উপুল থারাঙ্গার ৬ হাজারি ক্লাবে নাম লেখাতে ব্যাট করতে হয়েছিল ১৯২ ইনিংসে।

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

‘সেরাটা না দিতে পারলে প্রশ্ন ওঠা স্বাভাবিক’

Read Next

শ্রীলঙ্কার বিমান ধরতে হচ্ছে মালিঙ্গাকে

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share