

পিএসএলে নতুন দল হিসেবে যোগ দিতে যাচ্ছে মুলতান। দুবাইয়ের একটি রিয়েল এস্টেট কোম্পানি সৌন গ্রুপ কিনে নিয়েছে এই দলের মালিকানা স্বত্ব। আগামী আট বছরের জন্য পিসিবির সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে সৌন গ্রুপ।
প্রায় ৩০টির বেশি কোম্পানি আগ্রহ প্রকাশ করে নতুন দলটি কেনার জন্য। তবে নিলামে আসে ১২টি কোম্পানি। শেষ পর্যন্ত সৌন গ্রুপ বছরে সর্বোচ্চ ৫.২ মিলিয়ন ডলারের বিনিময়ে কিনে নেয়।
নিরাপত্তা জনিত কারণে পিএসএলের কোন আসর অনুষ্ঠিত হয়নি পাকিস্তানে। তবে সর্বশেষ আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
তারই বদৌলতে পিসিএলের আগামী আসরের ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবার কথা রয়েছে পাকিস্তানে।
পিসিএলে বাকি পাঁচ দল হলো পেশোয়ার জালমি, লাহোর কালান্দার্স, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, ইসলামাবাদ ইউনাইটেড এবং করাচি কিংস।