

১৯৯২ সালে মুখোমুখি হয় দুই দল প্রথমবারের মতো। সেবার ৪৩ রানে জেতে মোহাম্মদ আজহারউদ্দিনের দল। ১৯৯৬ বিশ্বকাপে ভারত পাকিস্তানকে হারায় ৩৯ রানে। ১৯৯৯ বিশ্বকাপে ম্যানচেস্টারে ভারতের কাছে পাকিস্তান হারে ৪৭রানে। ২০০৩ বিশ্বকাপে ভারত জেতে ৬ উইকেটের ব্যবধানে। ২০১১ সালে ঘরের মাঠে ২৯রানে পাকিস্তানকে হারায় সেবারের শিরোপা জয়ী ভারত। গত বিশ্বকাপেও (২০১৫) পাকিস্তান হেরেছিল ভারতের কাছে (৭৬ রানে)।
বিশ্বকাপে ৬ বার একে অপরের মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। ৬ বারই জিতেছে ভারত। আগামী ১৬ জুন ৭ম বারের মতো বিশ্বকাপের মঞ্চে লড়বে দুই দল।
এই ম্যাচের আগে স্টার স্পোর্টস তাদের আলোচিত/ সমালোচিত বিজ্ঞাপন মওকা মওকার নতুন ভার্সন বের করেছে। টুইটারে এই বিজ্ঞাপন প্রকাশ করার পর থেকে সমালোচনার ঝড় বইছে। ভারতীয়রাও এই বিজ্ঞাপন খুব বেশি পছন্দ করেনি।
This #FathersDay, watch an ICC #CWC19 match jo dekh ke bas bol sakte hain, “baap re baap!” 😉
Catch #INDvPAK in the race for the #CricketKaCrown, LIVE on June 16th, only on Star Sports! pic.twitter.com/Apo3R8QrbO
— Star Sports (@StarSportsIndia) June 9, 2019
Mauka mauka was ok but this is too much cricket is a gentleman’s game pls let it be🙏🙏
— Gagandeep singh (@singhgagan01) June 9, 2019
Can we stop with these patronising ads? It is a freaking tournament FFS
— Neerja Gogoi (@TypoMantri) June 9, 2019
Sorry but this ad is in bad taste. Take sport as a sport only… Why stooping to such low level of thinking!!
— Nishit Joshi 🇮🇳 (@nijoshi) June 9, 2019
Literally speaking this add is too low class. Not expected this from star sports. One need to understand its just a sport and anything can hapoen on a given day. #dissapointed.
— Sahil choudhary🇮🇳 (@Sahilch09921549) June 9, 2019
Sorry, a big fan of star sports creativity,, but that baap-beta pun is in bad taste!! Better things could be planned!! Not in favour of this!!
— Anshul Vinodiya🎬 (@vinodiya_anshul) June 9, 2019
Please we dont need promos like these.
Stop making promos on the Father Son thing, its gotten old and it is disrespectful.— Romsha 🇮🇳 (@kohlischarms) June 10, 2019
This father – son thing has already backfired us in CT 2017
Banters are supposed to be better, that mauka mauka ad was a banter. Not this one— Thank You Yuvi (@akshaypasu) June 9, 2019