স্টার স্পোর্টসের ‘ফাদার্স ডে মওকা মওকা’, সমালোচনার ঝড়

মওকা মওকা
Vinkmag ad

১৯৯২ সালে মুখোমুখি হয় দুই দল প্রথমবারের মতো। সেবার ৪৩ রানে জেতে মোহাম্মদ আজহারউদ্দিনের দল। ১৯৯৬ বিশ্বকাপে ভারত পাকিস্তানকে হারায় ৩৯ রানে। ১৯৯৯ বিশ্বকাপে ম্যানচেস্টারে ভারতের কাছে পাকিস্তান হারে ৪৭রানে। ২০০৩ বিশ্বকাপে ভারত জেতে ৬ উইকেটের ব্যবধানে। ২০১১ সালে ঘরের মাঠে ২৯রানে পাকিস্তানকে হারায় সেবারের শিরোপা জয়ী ভারত। গত বিশ্বকাপেও (২০১৫) পাকিস্তান হেরেছিল ভারতের কাছে (৭৬ রানে)।

mauka mauka

বিশ্বকাপে ৬ বার একে অপরের মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। ৬ বারই জিতেছে ভারত। আগামী ১৬ জুন ৭ম বারের মতো বিশ্বকাপের মঞ্চে লড়বে দুই দল।

এই ম্যাচের আগে স্টার স্পোর্টস তাদের  আলোচিত/ সমালোচিত বিজ্ঞাপন মওকা মওকার নতুন ভার্সন বের করেছে। টুইটারে এই বিজ্ঞাপন প্রকাশ করার পর থেকে সমালোচনার ঝড় বইছে। ভারতীয়রাও এই বিজ্ঞাপন খুব বেশি পছন্দ করেনি।

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

যুবরাজের অবসরে টুইটার প্রতিক্রিয়া

Read Next

ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মত বিশ্বকাপে জাপান

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share