

ব্যাট হাতে রান করেছেন ৮২ (৭৭ বলে)। দারুণ ক্যাপ্টেন্সিতে জিতিয়েছেন দলকে, হারিয়েছেন বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। তবুও ম্যাচ শেষে ভিরাট কোহলি আলোচনায় অন্য ঘটনায়। অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসার সাগরে ভাসছেন ভারতীয় অধিনায়ক।
ভারতের ইনিংস চলাকালীন সময়ে বাউন্ডারি লাইনে স্টিভ স্মিথ ফিল্ডিং করার সময় ভারতীয় সমর্থকরা দুয়ো দেয় স্মিথকে। যা পছন্দ হয়নি কোহলির। মাঠেই দর্শকদের ইশারা করে বুঝিয়েছেন তাঁকে উদ্দেশ্য করে দুয়ো না দিয়ে বরং হাত তালি দিতে। ঐ সময় ধারাভাষ্য দিতে থাকা সৌরভ গাঙ্গুলি প্রশংসা করেন কোহলির এমন কাজের। ম্যাচ শেষে স্মিথের কাছে দর্শকদের হয়ে ক্ষমাও চেয়েছেন কোহলি।
কোহলি বলেন, ‘সে (স্টিভ স্মিথ) তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছে এবং ফিরে এসেছে। তাঁকে দুয়ো দেওয়া কখনোই ঠিক নয়। আমি চাইনি ভারতীয় সমর্থকরা বাজে কোন উদাহরণ তৈরি করুক। সে দুয়ো পাওয়াটা ডিজার্ভ করেনা। তাই আমি সমর্থকদের হয়ে তার কাছে ক্ষমা চেয়েছি।’
With India fans giving Steve Smith a tough time fielding in the deep, @imVkohli suggested they applaud the Australian instead.
Absolute class 👏 #SpiritOfCricket #ViratKohli pic.twitter.com/mmkLoedxjr
— ICC (@ICC) June 9, 2019
Virat Kohli’s asking the Indians in the Oval to applaud Steve Smith is such a great gesture. I have seen many amazing cricketers over the years. Rarely seen someone change his game and his attitude so much over a decade. He is an absolute inspiration!
— Joy Bhattacharjya (@joybhattacharj) June 9, 2019
#ViratKohli in PC on crowd booing Steve Smith: “He has apologised, and come back. He has been down. It is not okay to boo & didn’t want Indian crowd to set a bad example. He doesn’t deserve to be booed. So I apologised to him on behalf of the crowd.” #IndvAus #IndvsAus #CWC19
— Chetan Narula (@chetannarula) June 9, 2019
I thought nothing will top Virat-Dhoni moment but this was the moment of the match for me. Absolute class by Virat Kohli, asking fans to clap for Steve Smith #INDvAUS #CWC19 pic.twitter.com/YCimZ3viBS
— Saurabh (@Boomrah_) June 9, 2019
Wow. How good is this from Virat Kohli? Steve Smith is sent to field on the boundary, and immediately cops the most hideous boos from the Indian fans. So Kohli turns to that stand and gestures for them to clap Smith. #CWC19 pic.twitter.com/GBTPaolOXh
— Sam Landsberger 🗯 (@SamLandsberger) June 9, 2019