ভারতীয় সমর্থকদের হয়ে স্মিথের কাছে ক্ষমা চাইলেন কোহলি

ভিরাট কোহলি স্টিভ স্মিথ
Vinkmag ad

ব্যাট হাতে রান করেছেন ৮২ (৭৭ বলে)। দারুণ ক্যাপ্টেন্সিতে জিতিয়েছেন দলকে, হারিয়েছেন বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। তবুও ম্যাচ শেষে ভিরাট কোহলি আলোচনায় অন্য ঘটনায়। অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসার সাগরে ভাসছেন ভারতীয় অধিনায়ক।

ভারতের ইনিংস চলাকালীন সময়ে বাউন্ডারি লাইনে স্টিভ স্মিথ ফিল্ডিং করার সময় ভারতীয় সমর্থকরা দুয়ো দেয় স্মিথকে। যা পছন্দ হয়নি কোহলির। মাঠেই দর্শকদের ইশারা করে বুঝিয়েছেন তাঁকে উদ্দেশ্য করে দুয়ো না দিয়ে বরং হাত তালি দিতে। ঐ সময় ধারাভাষ্য দিতে থাকা সৌরভ গাঙ্গুলি প্রশংসা করেন কোহলির এমন কাজের। ম্যাচ শেষে স্মিথের কাছে দর্শকদের হয়ে ক্ষমাও চেয়েছেন কোহলি।

কোহলি বলেন, ‘সে (স্টিভ স্মিথ) তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছে এবং ফিরে এসেছে। তাঁকে দুয়ো দেওয়া কখনোই ঠিক নয়। আমি চাইনি ভারতীয় সমর্থকরা বাজে কোন উদাহরণ তৈরি করুক। সে দুয়ো পাওয়াটা ডিজার্ভ করেনা। তাই আমি সমর্থকদের হয়ে তার কাছে ক্ষমা চেয়েছি।’

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

কাছে যেয়েও অজিরা টপকাতে ব্যর্থ ভারতের রানের পাহাড়

Read Next

অতীত ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলাদেশ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share